IPL বিজেতা টিমের সম্পূর্ণ তালিকা || IPL Winner Team List (2008 - 2023)
নমস্কার বন্ধুগন,
আজকের এই IPL এর বিজেতা টিমের সম্পূর্ণ তালিকা পোস্টটিতে IPL এর শুরু অর্থাৎ 2008 সাল থেকে 2021 সাল পর্যন্ত আইপিএল ম্যাচে কোন বছর কোন টিম জিতেছে তার তালিকাটি সুন্দরভাবে নীচে দেওয়া রইলো। তালিকাটি মনোযোগ সহকারে অবশ্যই দেখে নিন। প্রশ্ন :- 2021 সালে কোন টিম IPL ট্রফি জিতেছে ?, 2008 সালে কে আইপিএল ট্রফি জিতেছিল ?, কোন IPL টিম সবচেয়ে বেশি বার আইপিএল ট্রফি জিতেছে ? (মুম্বাই ইন্ডিয়ান্স 5 বার), বিভিন্ন চাকরির পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে। আপনারা অবশ্যই IPL বিজেতা দলের এই তালিকাটি পড়ে নিন।
IPL বিজেতা টিমের তালিকা
সাল | বিজয়ী টিম |
---|---|
2008 | রাজস্থান রয়েল |
2009 | ডেকান চার্জার্স |
2010 | চেন্নাই সুপার কিংস (CSK) |
2011 | চেন্নাই সুপার কিংস (CSK) |
2012 | কলকাতা নাইট রাইডার্স (KKR) |
2013 | মুম্বাই ইন্ডিয়ান্স |
2014 | কলকাতা নাইট রাইডার্স (KKR) |
2015 | মুম্বাই ইন্ডিয়ান্স |
2016 | সানরাইজার হায়দরাবাদ |
2017 | মুম্বাই ইন্ডিয়ান্স |
2018 | চেন্নাই সুপার কিংস (CSK) |
2019 | মুম্বাই ইন্ডিয়ান্স |
2020 | মুম্বাই ইন্ডিয়ান্স |
2021 | চেন্নাই সুপার কিংস (CSK) |
2022 | গুজরাট টাইটানস (GT) |
2023 | চেন্নাই সুপার কিংস (CSK) |
নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া রইলো 🔻
১. মুম্বাই ইন্ডিয়ান্স মোট কত বার IPL ট্রফি জিতেছে ?
উঃ- 5 বার (2013, 2015, 2017, 2019, 2020 সালে)।
২. কোন টিম একবারও IPL ট্রফি জিতেনি ?
উঃ- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)।
৩. 2020 সালে কোন টিম IPL জিতেছিল ?
উঃ- মুম্বাই ইন্ডিয়ান্স (MI)।
৩. 2023 সালে কোন টিম IPL জিতলো ?
উঃ- চেন্নাই সুপার কিংস (CSK)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন