Breaking




মঙ্গলবার, ১ মার্চ, ২০২২

Coding Decoding Reasoning Practice Set 1 for all Competitive Exams in Bengali

Coding Decoding (কোডিং ডিকোডিং) Reasoning Practice Set in Bengali for WBP Constable, SI, EXCISE, Railway, SSC and Others Compitative Exams

Coding decoding practice set in Bengali
Reasoning Practice Set in bengali

নমস্কার বন্ধুগন, 

আজকের Coding Decoding Reasoning / GI Practice Set in Bengali - এই পোস্টটিতে সকল Competitive Exam যেমন WBP Constable, SI, WBCS, RAILWAY Group D, SSC GD, SSC MTS, CGL এর Syllabus এ থাকা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় Reasoning এর Coding Decoding (কোডিং ডিকোডিং) এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারদের সাথে Share করবো। তোমরা প্রতিটি প্রশ্ন সমাধান করার চেষ্টা করুন এবং উত্তর দেখুন” এ ক্লিক করে উত্তরটি দেখে নিতে পারো এবং তার সাথে Solution অর্থাৎ Coding Decoding করার প্রদ্ধতিটিও পেয়ে যাবে।

Coding Decoding Practice Set 


1. MAN = NBO, CAT = DBU তাহলে BLUE =?
a) CMTF
b) CMVF
c) CMFF
d) CMGF

2 . একটি নির্দিষ্ট কোডে TEN কে SDM ও RED কে QDC লেখা হয়, তাহলে  GOLD কে কি লেখা হবে ?
a) FANC
b) FKNC
c) FNKC
d) FMNC

3 . SISTER = HRHGVI, BROTHER = YILGSVI তাহলে MIND =?
a) NRMW
b) NMRW
c) NRVW
d) NVMW

4 . কোনো নির্দিষ্ট কোডে MAD কে 1314 লেখা হয় তাহলে সেই কোডে COW কে কি লেখা হয় ?
a) 31323
b) 30523
c) 31123
d) 31523

5 . SAD = 24 তাহলে BIRD = কি হবে?
a) 32
b) 33
c) 26
d) 36

6. যদি SCHOOL = VFKRRO, PEN = SHQ হয় তাহলে, BOOK = ?
a) ERRN
b) ERON
c) EORN
d) EMRN

7. যদি কোনো একটি নির্দিষ্ট কোডে HIGH কে IKJL এবং TREE কে UTHI লেখা হয় তাহলে MAN কে কি কোডে লেখা হবে ?
a) NLG
b) NHJ
c) NBQ
d) NCQ

8. যদি OVEN = NEVO এবং RIVER = REVIR হয় তাহলে BOY = ?
a) YBO
b) YOB
c) YON
d) YOR

9. যদি A = 26 এবং WEST = 41 হয় তাহলে BUY = ?
a) 27
b) 25
c) 33
d) 35

10. যদি HOME = DKIA এবং OX = KT হয় তাহলে MOON = ?
a) IKMJ
b) IKMK
c) IKJK
d) IKKJ

আশা করছি Reasoning এর এই Practice Set টি থেকে উপকৃত হয়েছো এবং সবকটি Coding Decoding এর Reasoning Solve করতে পেরেছো। আগামী পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নাও। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন