নমস্কার বন্ধুগন, বাঙালি লেখক ও কবিদের ছদ্মনামের তালিকা - এই পোস্টটিতে বিভিন্ন বিখ্যাত কবি ও লেখক / সাহিত্যিকগণের ছদ্মনাম দেওয়া হয়েছে। যেকোনো ধরনের পরীক্ষার জন্য তোমরা এই সকল কবিদের ছদ্মনামের তালিকা - টি থেকে অনেক উপকৃত হবে।
প্রশ্ন:- ভানুসিংহ কার ছদ্মনাম ?, কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম কি ?, ব্যাঙাচি কার ছদ্মনাম ?, প্রেমেন্দ্র মিত্রের ছদ্মনাম কি ?, মৌমাছি কোন লেখকের ছদ্মনাম ? , নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি ? – বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রায়ই এই ধরনের প্রশ্ন এসে থাকে। আমি আশা করছি কবি ও লেখকগনের ছদ্মনামের এই তালিকা টি সম্পূর্ণ মুখস্ত করে নেওয়ার পর পরীক্ষায় তোমাদের আর কোনো অসুবিধা হবে না। নিচে তালিকাটি দেওয়া রইলো।
কবি ও লেখকদের ছদ্মনাম | |
---|---|
নাম | ছদ্মনাম |
রবীন্দ্রনাথ ঠাকুর | ভানুসিংহ / অকপট চন্দ্র ভাস্কর / পাকড়াশী / অন্নকলি / দিবাকর শর্মা |
কালীপ্রসন্ন সিংহ | হুতুম পেঁচা |
কাজী নজরুল ইসলাম | ব্যাঙ্গাচি |
প্রেমেন্দ্র মিত্র | কৃত্তিবাস ভদ্র |
বিমল ঘোষ | মৌমাছি |
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | কশ্চিৎ প্রৌঢ় |
তারাপদ মুখোপাধ্যায় | ফাল্গুনী মুখোপাধ্যায় |
দীনবন্ধু মিত্র | কেন চিৎ পথিকেনাভি প্রণীতম |
দক্ষিণারঞ্জন বসু | শ্রীবাসব |
প্যারীচাঁদ মিত্র | টেকচাঁদ ঠাকুর |
বলাইচাঁদ মুখোপাধ্যায় | বনফুল / লীলাবান |
বিষ্ণু দে | শ্যামল রায় |
বিনয় ঘোষ | কাল পেঁচা / শ্রীবৎস |
মহাশ্বেতা দেবী | সুমিত্রা দেবী |
মধুসূদন দত্ত | টিমোথি পেনপয়েম |
মণিশংকর মুখোপাধ্যায় | শংকর |
মোজাফ্ফর আহমেদ | দ্বৈপায়ন |
মোহিতলাল মজুমদার | কৃত্তিবাস ওঝা |
নারায়ণ গঙ্গোপাধ্যায় | সুনন্দ |
পরিমল গোস্বামী | এককলমী |
নীহাররঞ্জন গুপ্ত | বানভট্ট |
প্রবোধকুমার সান্যাল | মাধুরী দেবী / কীর্তনীয়া |
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় | অনিলা দেবী / অনুপমা |
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় | গৌড়মল্লার / চন্দ্রহাস |
শঙ্খ ঘোষ | কুন্তক |
শক্তি চট্টোপাধ্যায় | অভিনব গুপ্ত / রূপচাঁদ পক্ষী |
সমরেশ বসু | কালকূট / ভ্রমর |
সত্যেন্দ্রনাথ দত্ত | কলম গির / নবকুমার কবি |
সৈয়দ মুজতবা আলী | প্রিয়দর্শী / সত্যপীর |
সুকুমার রায় | তাতা |
স্বামী বিবেকানন্দ | বিবি দিষানন্দ |
সজনীকান্ত দাস | আবোল তাবোল সেন |
বিনয় মুখোপাধ্যায় | যাযাবর |
প্রমথ চৌধুরী | বীরবল |
প্রভাত কিরণ বসু | কাকাবাবু |
প্রবোধ চন্দ্র বসু | প্রবুদ্ধ / মানিক বন্দ্যোপাধ্যায় |
কুমুদ রঞ্জন মল্লিক | কপিঞ্জল |
অচিন্ত্যকুমার সেনগুপ্ত | নীহারিকা দেবী |
অন্নদাশঙ্কর রায় | লীলাময় রায় / সুরচিতা |
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর | কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য |
উৎপল দত্ত | রফিকুল ইসলাম |
জ্যোতির্ময় ঘোষ | ভাস্কর |
নরেন্দ্রনাথ ভট্টাচার্য | মানবেন্দ্রনাথ রায় |
দীপ্তেন্দ্রনাথ সান্যাল | নীলকন্ঠ |
তরুণ রায় | ধনঞ্জয় বৈরাগী |
আরও পড়ুন...
নিচে প্রশ্ন উত্তর আকারে দেওয়া রইলো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন