সিন্ধু সভ্যতা গুরুত্বপূর্ণ স্থান গুলি কোন নদীর তীরে অবস্থিত তালিকা
নমস্কার বন্ধুগন আজকের এই সিন্ধু সভ্যতা গুরুত্বপূর্ণ স্থান কোন নদীর তীরে অবস্থিত তালিকা পোস্টটিতে সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ স্থান গুলি কোন নদীর তীরে অবস্থিত তার তালিকা দেওয়া রইলো।
বর্তমানে বিভিন্ন চাকরির পরীক্ষায় ইতিহাসের সিন্ধু সভ্যতা থেকে প্রশ্ন এসে থাকে। তাই তোমাদের ভালো ভাবে মনে রাখতে হবে যে সিন্ধু সভ্যতায় যে সব গুরুত্বপূর্ণ স্থান (Sites) বা শহর গুলি রয়েছে সেগুলি কোন নদীর তীরে অবস্থিত। যেমন:- হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ?, মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত ?, লোথাল কোন নদীর তীরে অবস্থিত ?, ইত্যাদি। নিচে তালিকাটি দেওয়া রইলো তোমরা তালিকাটি দেখে নাও।
স্থান | নদী |
---|---|
হরপ্পা | রাভি (Ravi) নদী |
মহেঞ্জোদারো | সিন্ধু (Indus) নদী |
চানহুদারো | সিন্ধু (Indus) নদী |
মেহেরগড় | বোলান (Bolan) নদী |
সুটকোজেন্দর | দাশত (Dasht) নদী |
ঢোলাভিরা | লুনি (Luni) নদী |
কালিবঙ্গান | ঘর্ঘর (Ghaggar) নদী |
মান্ডা | চেনাব (Chenab) নদী |
দাইমাবাদ | গোদাবরী নদী |
আলমগীরপুর | হিন্দন নদী |
কোটদিজি | সিন্ধু (Indus) নদী |
রোপার | শতদ্রু (Sutlej) নদী |
নিচে কয়েকটি প্রশ্ন আকারে দেওয়া রইলো 🔻
1. কালিবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ কালিবঙ্গান ঘর্ঘর নদীর তীরে অবস্থিত।
2. কোটদিজি কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ সিন্ধু নদীর তীরে অবস্থিত।
আরও পড়ুন.....
➣ জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকা
➣ গান্ধীজীর কুইজ টেস্ট
➣ সিন্ধু সভ্যতা কুইজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন