Breaking




মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২

বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের ছদ্মনাম ও উপাধি এর তালিকা PDF | কার কী ছদ্মনাম রয়েছে

কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের ছদ্মনাম ও উপাধি এর সম্পূর্ণ তালিকা | কার কী ছদ্মনাম রয়েছে || Full List PDF

কয়েকজন বিখ্যাত লোকের ছদ্মনাম ও উপাধি

নমস্কার বন্ধুগন,

বিখ্যাত ব্যাক্তিদের ছদ্মনাম ও উপাধি এর এই পোস্টটিতে 50+ বিখ্যাত ব্যক্তিগণের কি ছদ্মনাম ও উপাধি রয়েছে তার তালিকাটি সুন্দরভাবে নিচে দেওয়া হল। আমরা সকল ধরনের Competitive Exam (WBP Constable, SI, WBCS, PSC, SSC) -এ উপাধি ও ছদ্মনাম থেকে প্রশ্ন দেখে থাকি।

যেমন: ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয় ?, ভারতের চলচ্চিত্রের জনক কে ?, জিন্দাপীর নামে কে পরিচিত ?
বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় General Knowledge থেকে এই ধরনের প্রশ্ন এসে থাকে। নিচে ছদ্মনামের তালিকাটি দেওয়া রইলো এবং নিচে pdf টিও পেয়ে যাবে।

বিখ্যাত ব্যাক্তি ও তাঁদের ছদ্মনাম/উপাধি

নাম ছদ্মনাম / উপাধি
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় দেশনায়ক
আমীর খসরু ভারতের তোতা পাখি
ঔরঙ্গজেব জিন্দা পীর
সমুদ্র গুপ্ত ভারতের নেপোলিয়ান
সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল
লতা মঙ্গেশকর ভারতের নাইটিঙ্গেল (বর্তমান)
কুনিক অজাত শত্রু
কালিদাস ভারতের শেক্সপীয়ার
দাদাভাই নৌরজী ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান
আমীর খসরু ভারতের তোতা পাখি
লাল বাহাদুর শাস্ত্রী ভারতের শান্তির মানুষ
স্বামী বিবেকানন্দ বীর সন্ন্যাসী
কণিষ্ক দ্বিতীয় অশোক
ধর্মপাল বিক্রমশীল
আলাউদ্দিন খিলজি দ্বিতীয় আলেকজান্ডার
বিন্দুসার অমিত্রাঘাত
বিম্বিসার শেনীর
আর্জুমান বানু বেগম মমতাজ
মেহেরুন্নেসা বেগম নূরজাহান
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুকুটহীন রাজা
লালা লাজপত রায় ভারতের পাঞ্জাবকেশরী

সম্পূর্ণ তালিকাটি পাওয়ার জন্য PDF টি ডাউনলোড করে নাও

File Details:
File Name: ছদ্ম_নাম.pdf
File Formet: PDF
Number Of Pages: 2

নিচে কয়েকটি প্রশ্ন উত্তর আকারে দেওয়া রইলো


১. মমতাজ এর আসল নাম কি ছিল ?

➠ আরজুমান্দ বানু বেগম ।


২. ভারতের তোতাপাখি কাকে বলা হয় ?

➠ আমীর খসরু।


৩. দেশনায়ক কার উপাধি ?

➠ সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।


৪. আয়রন ম্যান অব ইন্ডিয়া নামে কে পরিচিত ছিলেন ?

➠ বল্লভভাই প্যাটেল।


৫. নাগার্জুন -এর উপাধি কি ?

➠ ভারতের আইনস্টাইন।


আরও পড়ো...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন