কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের ছদ্মনাম ও উপাধি এর সম্পূর্ণ তালিকা | কার কী ছদ্মনাম রয়েছে || Full List PDF
নমস্কার বন্ধুগন,
বিখ্যাত ব্যাক্তিদের ছদ্মনাম ও উপাধি এর এই পোস্টটিতে 50+ বিখ্যাত ব্যক্তিগণের কি ছদ্মনাম ও উপাধি রয়েছে তার তালিকাটি সুন্দরভাবে নিচে দেওয়া হল। আমরা সকল ধরনের Competitive Exam (WBP Constable, SI, WBCS, PSC, SSC) -এ উপাধি ও ছদ্মনাম থেকে প্রশ্ন দেখে থাকি।
যেমন: ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয় ?, ভারতের চলচ্চিত্রের জনক কে ?, জিন্দাপীর নামে কে পরিচিত ?বিখ্যাত ব্যাক্তি ও তাঁদের ছদ্মনাম/উপাধি
নাম | ছদ্মনাম / উপাধি |
---|---|
সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায় | দেশনায়ক |
আমীর খসরু | ভারতের তোতা পাখি |
ঔরঙ্গজেব | জিন্দা পীর |
সমুদ্র গুপ্ত | ভারতের নেপোলিয়ান |
সরোজিনী নাইডু | ভারতের নাইটিঙ্গেল |
লতা মঙ্গেশকর | ভারতের নাইটিঙ্গেল (বর্তমান) |
কুনিক | অজাত শত্রু |
কালিদাস | ভারতের শেক্সপীয়ার |
দাদাভাই নৌরজী | ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান |
আমীর খসরু | ভারতের তোতা পাখি |
লাল বাহাদুর শাস্ত্রী | ভারতের শান্তির মানুষ |
স্বামী বিবেকানন্দ | বীর সন্ন্যাসী |
কণিষ্ক | দ্বিতীয় অশোক |
ধর্মপাল | বিক্রমশীল |
আলাউদ্দিন খিলজি | দ্বিতীয় আলেকজান্ডার |
বিন্দুসার | অমিত্রাঘাত |
বিম্বিসার | শেনীর |
আর্জুমান বানু বেগম | মমতাজ |
মেহেরুন্নেসা বেগম | নূরজাহান |
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় | মুকুটহীন রাজা |
লালা লাজপত রায় | ভারতের পাঞ্জাবকেশরী |
সম্পূর্ণ তালিকাটি পাওয়ার জন্য PDF টি ডাউনলোড করে নাও
নিচে কয়েকটি প্রশ্ন উত্তর আকারে দেওয়া রইলো
১. মমতাজ এর আসল নাম কি ছিল ?
➠ আরজুমান্দ বানু বেগম ।
২. ভারতের তোতাপাখি কাকে বলা হয় ?
➠ আমীর খসরু।
৩. দেশনায়ক কার উপাধি ?
➠ সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।
৪. আয়রন ম্যান অব ইন্ডিয়া নামে কে পরিচিত ছিলেন ?
➠ বল্লভভাই প্যাটেল।
৫. নাগার্জুন -এর উপাধি কি ?
➠ ভারতের আইনস্টাইন।
আরও পড়ো...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন