Breaking




বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২

পশ্চিমবঙ্গের ভূগোল | ভৌগলিক ও রাজনৈতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য | Information about West Bengal

পশ্চিমবঙ্গের ভূগোল | ভৌগলিক ও রাজনৈতিক  সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য | Information about West Bengal

পশ্চিমবঙ্গের ও অর্থনৈতিক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য

BongTeach ✔

নমস্কার বন্ধুগন আজকের পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য | Geographycal Information about West Bengal এই পোস্টটিতে পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ অবস্থানিক / ভৌগলিক ও রাজনৈতিক তথ্য তুলে ধরবো। যেমন – পশ্চিমবঙ্গের আয়তন, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, অবস্থান, পশ্চিমবঙ্গের রাজ্য পশু, রাজ্য পাখি, রাজ্য ফুল, রাজ্য বৃক্ষ। 


পশ্চিমবঙ্গ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য


পশ্চিমবঙ্গের আয়তন : ৮৮,৭৫২ বর্গকিমি।

পশ্চিমবঙ্গের জনসংখ্যা : ৯ কোটি ১০ লক্ষ।


সমগ্র ভারতের ২.৭% অঞ্চল পশ্চিমবঙ্গের দখলে আছে।

পশ্চিমবঙ্গের উত্তর-দক্ষিণে প্রায় ৬২৩কিমি এবং পূর্ব-পশ্চিমে প্রায় ৩২০ কিমি বিস্তৃত।


❒ পশ্চিমবঙ্গের অবস্থান:-

উত্তর

২৭°১৩'

দক্ষিণ

২১°২৫'

পূর্ব

৮৯°৪৫'

পশ্চিম

৮৫°৩০'


পশ্চিমবঙ্গ ভারতের ৪র্থ সর্বাধিক জনবহুল রাজ্য

আয়তনের দিক থেকে ১৩ তম রাজ্য হল পশ্চিমবঙ্গ।

পশ্চিমবঙ্গের সীমারেখা তিনটি রাষ্ট্র বা দেশের সাথে জড়িত রয়েছে – ভুটান, নেপাল ও বাংলাদেশ।

পশ্চিমবঙ্গের সীমারেখা পাঁচটি রাজ্যের সাথে জড়িত রয়েছে – সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও আসাম।

কর্কটক্রান্তি রেখা (২৩°৫' উত্তর) পশ্চিমবঙ্গের পাঁচটি জেলার উপর দিয়ে গেছে –

১. পুরুলিয়া জেলা (আদ্রা, জয়পুর)

২. বাঁকুড়া জেলা (বড়জোড়ো, গঙ্গাজলঘাঁটি)

৩. পশ্চিম বর্ধমান ( দুর্গাপুর)

৪. পূর্ব বর্ধমান (মুসকরা, আউন্স গ্রাম)

৫. নদীয়া (কৃষ্ণনগর, ধুবুলিয়া)


আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হল – দক্ষিণ চব্বিশ পরগনা।

আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য হল – কলকাতা।

জনসংখ্যার দিক থেকে বৃহত্তম জেলা হলো – উত্তর চব্বিশ পরগনা।

পশ্চিমবঙ্গের জনঘনত্ত – প্রতি বর্গকিলোমিটারে ১০২৮ জন (জনঘনত্বের দিক থেকে দ্বিতীয়)


❒ পশ্চিমবঙ্গের রাজ্য পশু, রাজ্য পাখি, রাজ্য বৃক্ষ, রাজ্য ফুল :–

রাজ্য পশু

মেছো বিড়াল

রাজ্য পাখি

সাদা গলার মাছরাঙা

রাজ্য বৃক্ষ

ছাতিম

রাজ্য ফুল

শিউলি বা শেফালী


❒ পশ্চিমবঙ্গের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখো :–

বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ২৩টি জেলা রয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গের ৫ টি বিভাগ রয়েছে।

পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়



পশ্চিমবঙ্গের ভূগোলের কয়েকটি প্রশ্ন নিচে দেওয়া রইলো


প্রশ্ন:- পশ্চিমবঙ্গের আয়তন কত ?

উঃ ৮৮,৭৫২ বর্গকিমি।


প্রশ্ন:- পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত ?

উঃ ৯ কোটি ১০ লক্ষ। (২০১১ সালের গণনা অনুযায়ী)


প্রশ্ন:- পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে ?

উঃ ৫ টি।


প্রশ্ন:- পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে?

উঃ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদীয়া।


প্রশ্ন:- পশ্চিমবঙ্গের সীমারেখা কয়টি রাজ্যের সাথে জড়িত ?

উঃ ৫ টি।


প্রশ্ন:- পশ্চিমবঙ্গের সীমারেখা কোন কোন রাজ্যের সাথে Share করেছে ?

উঃ সিকিম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও আসাম এই ৫ টি রাজ্যের সাথে জড়িত রয়েছে।


আরও পড়ুন...


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন