GK এর গুরুত্বপূর্ণ প্রশ্ন || RRB GROUP D, NTPC, SSC GK Questions || GK Questions in Bengali and English || Competitive Exams
GK Questions in Bengali and English |
SSC / Railway GK Questions Set
1. Which one of the following is the folk dance of Daman and Diu ?
নিচের কোনটি দমন ও দিউয়ের লোকনৃত্য ?
➡ Verdigao Dance (ভার্দিগাও নৃত্য)। [ আরো কয়েকটি দমন ও দিউ এর লোকনৃত্য হলো Vira Dance, Mando Dance]
2. On which river is the Keoti Waterfall situated ?
কেওতি জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?
➡ Mahana River (মহনা নদী)।
3. Which of the following is considered to be the deepest lake in the world ?
নিচের কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ হিসেবে বিবেচিত ?
➡ Lake Baikal (বৈকাল হ্রদ)।
4. In which of the following states is the Chandoli National Park located ?
চান্দোলি ন্যাশনাল পার্ক নিচের কোন রাজ্যে অবস্থিত ?
➡ Maharashtra (মহারাষ্ট্র)।
আরো কয়েকটি মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কগুলি হল :
- তাডোবা ন্যাশনাল পার্ক।
- সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক।
- নভেগাঁও ন্যাশনাল পার্ক।
- গুগামাল ন্যাশনাল পার্ক।
5. Garba is a folk dance which originated in ______ ?
গারবা হল একটি লোকনৃত্য যার উৎপত্তি _______ ?
➡ Gujarat (গুজরাট)।
6. Fire folk dance of Rajasthan is famous at which place ?
রাজস্থানের অগ্নি লোকনৃত্য কোন স্থানে বিখ্যাত ?
➡ Bikaner (বিকানের)।
7. On which river is Bhimlat waterfall located ?
ভিমলাট জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?
➡ Mangali River (মঙ্গলী নদী)।
8. Which of the following is NOT a folk dance ?
নিচের কোনটি লোকনৃত্য নয় ?
[ Dandiya , Kathakali, Ghoomar, Garba]
➡ Kathakali (কথাকলি)।
9. Which among the following mountain range is located in Russia ?
নিচের কোন পর্বতশ্রেণীটি রাশিয়ায় অবস্থিত ?
[ সপ্ত কন্যা, রকি, আন্দিজ, উরাল]
➡ উরাল (Ural)।
10. Kanger Ghati National Park is located in which State ?
কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
➡ Chhattisgarh (ছত্রিশগড়)।
11. Asian Boxing Championship 2021 was held in____ .
এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
➡ Dubai (দুবাই)।
12. Which team was the winner of the Vijay Hazare Trophy 2021 ?
কোন দলটি বিজয় হাজারে ট্রফি 2021 এর বিজয়ী ছিল ?
➡ Mumbai Cricket Team (মুম্বাই ক্রিকেট টিম)।
13. Five players have been included in TOPS in May 2021. What is the full form of TOPS ?
2021 সালের মে মাসে পাঁচজন খেলোয়াড় TOPS-এ অন্তর্ভুক্ত হয়েছে। TOPS-এর পূর্ণরূপ কী ?
➡ Target Olympic Podium Scheme (টার্গেট অলিম্পিক পডিয়াম স্কিম)।
14. Singhraj Adhana won BRONZE Medal in Tokyo Paralympics 2021, in which Game ?
সিংরাজ আধান টোকিও প্যারালিম্পিক 2021-এ ব্রোঞ্জ পদক জিতেছেন, কোন খেলায় ?
➡ Shooting.
15. Aditi Ashok is related to which game ?
অদিতি অশোক কোন খেলার সাথে সম্পর্কিত ?
➡ Golf.
16. What does “A” in IUPAC stand for ?
IUPAC-তে “A” বলতে কী বোঝায় ?
➡ Applied.
17. The Corbevax Covid-19 vaccine is being made by ?
Corbevax Covid-19 ভ্যাকসিন কে তৈরি করেছে ?
➡ Biological E. Limited.
18. Where is the Institute of National Defence College (NDC) of Indian Army present ?
ভারতীয় সেনাবাহিনীর ইনস্টিটিউট অফ ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC) কোথায় অবস্থিত ?
➡ New Delhi (নিউ দিল্লি)।
19. Vishu festival is celebrated in which state ?
বিষু উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
➡ Kerala (কেরালা)।
20. What is the largest river in Nepal ?
নেপালের বৃহত্তম নদী কোনটি ?
➡ Karnali (কর্নালী)।
21. Which of the following is NOT hardware ?
নিচের কোনটি হার্ডওয়্যার নয় ?
➡ Java.
22. a DVD is an example of____ .
একটি DVD একটি _____ উদাহরণ.
➡ Optical disk.
23. In MICR ‘C’ Stands For ?
MICR-তে ‘C’ মানে ?
➡ Character. [ Full from of : Magnetic ink character recognition]
24. Which of the following is the largest volcano of the world ?
নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি ?
➡ Mauna Loa (মাউনা লোয়া)।
25. Indian Institute of science is located____ ।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত ?
➡ Bengaluru (বেঙ্গালুরু)।
SSC / Railway GK Questions Set
26. Which city is known as the “City of Golden Gate” ?
কোন শহরকে “City of Golden Gate” বলা হয় ?
➡ San Francisco (সান ফ্রান্সিসকো)।
27. When is Indian Army Day celebrated ?
ভারতীয় সেনা দিবস কবে পালিত হয় ?
➡ 15th January.
28. Which rocket system was used for Mission Chandrayan 2 ?
Mission Chandrayan 2 –এর জন্য কোন রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছিল ?
➡ GSLV Mk III.
29. Santosh trophy is associated with which game ?
সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
➡ Football.
30. Who is the author of the book “Drain of wealth” ?
Drain of wealth’ বইটির লেখক কে ?
➡ Dadabhai Naoroji (দাদাভাই নওরোজি)।
31. The headquarters of World Trade Organisation(WTO) is situated in – ?
World Trade Organisation -এর সদর দপ্তর অবস্থিত – ?
➡ Geneva (Switzerland).
32. Who was the teacher of Chandragupta maurya ?
চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন ?
➡ Chanakya (চাণক্য)।
33. What was the symbol of the Gupta Empire ?
গুপ্ত সাম্রাজ্যের প্রতীক কি ছিল ?
➡ Garuda (গরুড়)।
34. Where was the capital of Maurya kingdom situated ?
মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
➡ Pataliputra (পাটলিপুত্র)।
35. What was the real name of gautam Buddha ?
গৌতম বুদ্ধের আসল নাম কি ছিল ?
➡ Siddhartha (সিদ্ধার্থ)।
36. Who was the greatest Maurya ruler ?
শ্রেষ্ঠ মৌর্য শাসক কে ছিলেন ?
➡ Ashoka (অশোক)।
37. In which year ‘Brahmo Samaj’ was established ?
‘ব্রাহ্ম সমাজ’ কোন সালে প্রতিষ্ঠিত হয় ?
➡ 1828 A.D. (১৮২৮ খ্রি:)।
38. Jahangir was married to whom ?
জাহাঙ্গীর কাকে বিবাহ করেছিলেন ?
➡ Nur Jahan (নূর জাহান)। [ নুরজাহানের আসল নাম :- Mehr-un-Nissa]
39. Who was known as ‘Zinda Pir’ ?
কে ‘জিন্দা পীর’ নামে পরিচিত ছিলেন ?
➡ Aurangzeb (ঔরঙ্গজেব)।
40. After which war did Babur hold the title of ‘Ghazi’ ?
কোন যুদ্ধের পর বাবর ‘গাজী’ উপাধি ধারণ করেন ?
➡ Battle of Khanwa (খানুয়ার যুদ্ধ)।
41. Who was the founder of Mughal dynasty ?
মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
➡ Babur (বাবর)।
42. Who among the following was the first Sayyid ruler of Delhi ?
নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লির প্রথম সৈয়দ শাসক ছিলেন ?
➡ Khizr Khan (মুহাম্মদ শাহ)।
43. Khan Abdul Ghaffar Khan was also known by which name ?
খান আবদুল গাফফার আর কোন নামে পরিচিত ছিলেন ?
➡ Badshah Khan (বাদশা খান)।
44. Goa is situated on which riverbank ?
গোয়া কোন নদীর তীরে অবস্থিত ?
➡ Mandovi River (মান্দোবি নদী)।
45. Which is the largest river of Asia ?
এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?
➡ Yangtze (ইয়াংসি নদী)।
46. Other than sun, which is the closest star to the Earth ?
সূর্য ছাড়া অন্য কোনটি পৃথিবীর নিকটতম নক্ষত্র ?
➡ Proxima Centauri (প্রক্সিমা সেন্টরাই)।
47. Which is the nearest planet of the Sun ?
সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?
➡ Mercury (বুধ)।
48. The river ‘Son’ is a tributary of which of the following rivers ?
‘সোন’ নদী নিচের কোন নদীর উপনদী ?
➡ Ganga (গঙ্গা)।
49. Which city is known as the “Gateway to Northeast of India” ?
কোন শহরটি “ভারতের উত্তর –পূর্বের প্রবেশদ্বার” নামে পরিচিত ?
➡ Siliguri (শিলিগুরি)।
50. Which of the following dams is also known as Pong Dam ? ?
নিম্নলিখিত কোন বাঁধটি পং বাঁধ নামে পরিচিত ?
[Gandhisagar Dam, Tehri Dam, Maharana Pratap Sagar Dam, Hirakud Dam]
➡ Maharana Pratap Sagar Dam (মহারানা প্রতাপ সাগর বাঁধ)।
51. Chenab River originates from –
চেনাব নদীর উৎপত্তি –
➡ Baralacha La Pass (বারালাচা লা পাস)।
52. Which of the following is an example of non-metallic mineral ?
নিচের কোনটি অ-ধাতব খনিজের উদাহরণ ?
➡ Mica (অভ্র)।
53. The Eight Degree Channel separates which of the following ?
আট ডিগ্রী চ্যানেল নিচের কোনটি আলাদা করেছে ?
➡ Minicoy Island and Maldives (মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপ )।
[ ৯⁰ চ্যানেল আলাদা করেছে:- লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ, ১০⁰ চ্যানেল আলাদা করেছে:- আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ]
54. Which of the following is not an example of vector quantity ?
নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয় ?
➡ Power (শক্তি)।
55. In which part of the body is blood produced ?
শরীরের কোন অংশে রক্ত উৎপন্ন হয় ?
➡ Bone Marrow (অস্থি মজ্জা)।
56. How many bones are there in the rib cage ?
পাঁজরের খাঁচায় কয়টি হাড় আছে ?
➡ 24 টি।
57. Sound travels fastest in which of the following mediums ?
নিচের কোন মাধ্যমের মধ্যে শব্দ দ্রুত গতিতে ভ্রমণ করে ?
➡ Solids (কঠিন)।
58. Brass is an alloy of which of the following metals ?
পিতল নিচের কোন ধাতুগুলির একটি খাদ ?
➡ Copper and zinc (তামা এবং দস্তা)।
59. Which organ is called ‘chemical factory’ of human body ?
মানবদেহের ‘রাসায়নিক কারখানা’ বলা হয় কোন অঙ্গকে ?
➡ Liver (যকৃৎ)।
60. Chandrayaan – 2 was launched from which of the following states by ISRO ?
ইসরো চন্দ্রযান -২ নিচের কোন রাজ্য থেকে উৎক্ষেপণ করেছিল ?
➡ Andhra Pradesh (অন্ধ্রপ্রদেশ)।
61. MS-Word is an example of –
MS-Word এর একটি উদাহরণ –
➡ Application software (অ্যাপ্লিকেশন সফটওয়্যার)।
62. 1 byte = how many bits ?
১ বাইট = কত বিট ?
➡ Eight(8).
63. Who is called the Father of Computer ?
কাকে কম্পিউটারের জনক বলা হয় ?
➡ Charles Babbage (চার্লস ব্যাবেজ)।
64. Windows 95, Windows 98, and Windows NT are known as what ?
Windows 95, Windows 98, এবং Windows NT কি নামে পরিচিত ?
➡ Operating systems.
65. What is the full name of WLAN ?
WLAN এর সম্পূর্ণ নাম কি ?
➡ Wireless Local Area Network.
66. Who among the following is known as “Modern Manu of India” ?
নিম্নলিখিতদের মধ্যে কে “ভারতের আধুনিক মনু” নামে পরিচিত ?
➡ Dr. B.R Ambedkar (ডঃ বি. আর. আম্বেদকর)।
67. Financial emergency is related to –
আর্থিক জরুরি অবস্থা সম্পর্কিত –
➡Article 360 ( ধারা ৩৬০)।
আমি আশা করছি GK Questions in Bengali and English এর এই পোস্টটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটি কমেন্ট করে জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন