Breaking




সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

GK Questions In Bengali and English | Part 4 | SSC GD, Railway Group D, NTPC, RPF

GK Questions For Competitive Exam | SSC GD Constable | Railway Group D | NTPC



 নমস্কার বন্ধুগন,

               আমাদের এই bongteach ওয়েবসাইট টিতে সবাইকে স্বাগত জানাই। এই পোস্টটিতে জিকে এর 90+ গুরুত্বপূর্ণ GK প্রশ্ন English এবং Bengali দুটি ভাষাতেই রয়েছে। এই প্রশ্ন গুলো তোমাদের SSC GD Constable, Railway Group D, NTPC, RPF ইত্যাদি

সকল ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই সাহায্য করবে। 90+ importent GK Questions For all Competitive Exams

এই ধরনের GK, Geography, General Science, History Question এর জন্য আমাদের Youtube channel টিকে Subscribe করে নাও।

GK এর গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো দেখে নাও যেগুলো Upcoming Competitive Exams এর জন্য যেমন - WBP Main, WBP SI, SSC, RPF, RAILWAY ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ


1. Who was the first and last Muslim woman ruler of India ?  

 ভারতের প্রথম এবং শেষ মুসলিম মহিলা শাসক কে ছিলেন ?

➡ Razia Sultana (রাজিয়া সুলতানা)।

2. Who was called Akbar of Lodi Empire ?  

 কাকে লোদী সাম্রাজ্যের আকবর বলা হত?

➡ Bahlul Lodi (বাহলুল লোদী)।

3. Who is the Founder of Sikhism ?  

 শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ?

➡ Guru Nanak (গুরু নানক)।

4. Which king took the title ‘Vikramaditya’ ?  

 কোন রাজা “বিক্রমাদিত্য ” উপাধি গ্রহণ করেন ?

➡ Chandragupta II (দ্বিতীয় চন্দ্রগুপ্ত)।

5. Who was the most powerful ruler among the Marathas ?  

 মারাঠাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী শাসক কে ছিলেন ?

➡ Chhatrapati Shivaji (ছত্রপতি শিবাজী)।

6. Who is the author of the book ‘Poverty and unbritish rule in India’ ?  

 ‘Poverty and unbritish rule in India’ গ্রন্থটির রচয়িতা কে ?

➡ Dadabhai Naoroji (দাদাভাই নওরোজি)।

7. When was “Treaty of Purandar” signed ?  

 কবে ‘পুরন্দরের সন্ধি’ স্বাক্ষরিত হয় ?

➡ 1st March 1665 AD (১ মার্চ ১৬৬৫ খ্রিস্টাব্দে)।

8. Who is called the “Father of the Nation” ?  

 “জাতির জনক ” কাকে বলা হয় ?

➡ Mahatma Gandhi (মহাত্মা গান্ধী)।

9. Who is called ‘The father of The Spread Of Wife Education’ ?  

 ‘স্ত্রী শিক্ষা বিস্তারের জনক’ কাকে বলা হয় ?

➡ Ishwar Chandra Vidyasagar (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।

10. Who is led The Barasat rebellion ?  

 বারাসাত বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন ?

➡ Titumir (তিতুমীর)।

11. Maithon dam in Jharkhand has been constructed on which river ?  

 ঝাড়খণ্ডের মাইথন বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে ?

➡ Barakar river (বরাকর নদী)।

12. Vindhyachal power station is located in –

 বিন্ধ্যচল বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত –

➡ Madhya Pradesh (মধ্যপ্রদেশ)।

13. What is the name of Nepal’s central bank ?  

 নেপালের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি ?

➡ Nepal Rastra Bank (নেপাল রাষ্ট্র ব্যাংক)।

14. Which of the following minerals is not found in the plateau regions ?  

 মালভূমি অঞ্চলে নিচের কোন খনিজ পাওয়া যায় না ?

➡ Mineral oil (খনিজ তেল)

15. How many Indian states share borders with West Bengal ?  

 পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে ?

➡ 5 টি   

[আসাম, বিহার, সিকিম, ঝাড়খন্ড, ওড়িশা এই ৫ টি রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে]

16. Forest Research Institute of India is located in –

 ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত –

➡ Dehradun (দেরাদুন)

17. Which is the driest desert in the world ?  

 পৃথিবীর সবচেয়ে শুষ্কতম মরুভূমি কোনটি ?

➡ Atacama Desert (আটাকামা মরুভূমি)।

18. Damodar river originates from –   

 দামোদর নদ -এর উৎপত্তি –

➡ Chota Nagpur Plateau (ছোটনাগপুর মালভূমি)।

19. Which state is called ‘sugar bowl’ of India ?  

 কোন রাজ্যটিকে ভারতের ‘চিনির বাটি’ বলা হয় ?

➡ Uttar Pradesh (উত্তর প্রদেশ)।

20. Which of the following is called ‘brown coal’ ?  

 নিচের কোনটিকে ‘বাদামি কয়লা’ বলা হয় ?

[a)Coke   b)Anthracite    c)Bituminous    d)Lignite]

➡ Lignite (লিগনাইট)।

21. what is the capital of China ?  

 চীনের রাজধানীর নাম কি ?

➡ Beijing (বেজিং)।

22. What is the National Sport of Bhutan ?  

 ভুটানের জাতীয় খেলার নাম কি ?

➡ Archery (তীরন্দাজী)।

23. When is National Sports Day celebrated in India ?  

 ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালন করা হয় ?

➡ 29 August (২৯ আগস্ট)।

24. What Is The Name Of The Oldest Football Tournament In India ?  

 ভারতের সবচেয়ে পুরানো ফুটবল টুর্নামেন্টের নাম কি ?

➡ Durand Cup (ডুরান্ড কাপ)।

25. Badminton originated in which Indian city ?  

 ভারতের কোন শহরে ব্যাডমিন্টন খেলার উৎপত্তি হয়েছে ?

➡ Pune (পুনে)।

26. The ‘Dronacharya award’ is given to –  

 ‘দ্রোণাচার্য’ পুরস্কার দেওয়া হয় –

➡ খেলার Coach বা প্রশিক্ষকদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়।

27. Which country won the ‘FIFA World Cup 2018’ in Russia ?  

 রাশিয়াতে অনুষ্ঠিত ‘ফিফা বিশ্বকাপ ২০১৮’ কোন দেশ জিতেছে ?

➡ France (ফ্রান্স)।

28. Which article of the Indian Constitution is referred to by Dr. BR Ambedkar as the 'Heart and Soul' of the Constitution ?  

 ভারতীয় সংবিধানের কোন ধারাকে  ডঃ বি আর আম্বেদকর সংবিধানের ‘হৃদয় ও আত্মা’ বলেছেন  ?

➡ Article 32 (৩২ নং ধারা)।

29. Which of the following proposals to form a Constituent Assembly ?  

 নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছে ?

a) Cripps mission (1942)  b) Cabinet mission (1946)  c) Simon commission (1927)

➡ Cabinet mission (1946) (ক্যাবিনেট মিশন)।

30. How many levels are there in the panchayat system of West Bengal ?  

 পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর রয়েছে ?

➡ Three [ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার তিনটি স্তর রয়েছে —

 ১)গ্রাম পঞ্চায়েত  ২) পঞ্চায়েত সমিতি ৩) জেলা পরিষদ]

31. Who was the first speaker of Lok Sabha ?  

 লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন ?

➡ G. V. Mavalankar (জি. ভি. মাভলঙ্কার)। [ বর্তমান স্পিকার — ওম বিড়লা]

32. What is the term of the governor ?  

 রাজ্যপালের কার্যকালের মেয়াদ কত ?

➡ Five years (পাঁচ বছর)।

 33. Who appoints the Chief Justice of the high Court ?  

 হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন ?

➡ President (রাষ্ট্রপতি)।

34. Who regulates the money supply in india ?  

 ভারতবর্ষে টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে ?

➡ Reserve Bank of India (ভারতীয় রিজার্ভ ব্যাংক)।

35. Who was the first determined the national income of India ?  

 কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন ?

➡ Dadabhai Naoroji (দাদাভাই নওরোজি)।

36. Which of the following Indian rupees is printed by the Government of India ?  

 নিচের কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় ?

a)2000 rupees    b)20 rupees    c)1 rupee    d)500 rupees

➡ 1 rupee (১ টাকা)।

37. Ustad Ali Khan is associated with which musical instrument ?  

 ওস্তাদ আলী খান কোন বাদ্যযন্ত্রটির সাথে যুক্ত ?

➡ Sarod (সরোদ)।

38. Ghoomar is a traditional folk dance of which of the following states ?  

 ঘুমার নিচের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য ?

➡ Rajasthan (রাজস্থান)।

39. Which of the following is required by a person with diabetes ?  

 নিম্নলিখিত কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন ?

➡ Insulin (ইনসুলিন)।

40. What are the chemical signal of laughing gas ?  

 লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত কি ?

➡ N2O (Nitrous oxide)

41. Which of the following is not a greenhouse gas ?  

 নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয় ?

➡ Nitrogen (নাইট্রোজেন)।

42. Anopheles mosquitoes are carriers of which disease ?  

 অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বাহক ?

➡ Malarial (ম্যালেরিয়া)।

43. Ammonia is dried by —

 অ্যামোনিয়াকে শুষ্ক করা হয় –

➡ Calcium oxide (পোড়া চুন দিয়ে)

44. Where is vitamin A stored in the human body ?  

 মানবদেহে ভিটামিন A কোথায় জমা হয় ?

➡ Liver (যকৃৎ)।

45. Who is called the father of ‘C’ programming language ?  

 ‘C’ প্রোগ্রামিং ভাষার জনক বলা হয় কাকে ?

➡ Dennis Ritchie (ডেনিস রিচি)।

46. Where is the data copied from the program ?  

 প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ?

➡ Clipboard.

47. Ctrl, Shift and Alt are called –

 Key বোর্ডের Ctrl, Shift এবং Alt keyকে বলা হয় —

➡ modifier.

48. A computer cannot boot if it does not have which of the following ?  

  নিচের কোনটি না থাকলে boot করতে পারে না ?

a) Loader   b) Compiler  c) Assembler   d) Operating System

➡ Operating System .

49. Which day is celebrated as World Heart Day every year ?  

 কোন দিনটি প্রতি বছর World Heart Day হিসেবে পালিত হয় ?

➡ 29 September.

50.  which date is India’s Victory Day celebrated  ?  

 কোন তারিখে ভারতের বিজয় দিবস পালন করা হয়  ?

➡ 16 December


[SSC GD CONSTABLE / Railway GK QUESTIONS ]


51. Who wrote the book ‘Hind Swaraj’ ?  

 ‘হিন্দ স্বরাজ’ বইটি কার লেখা ?

➡ Mahatma Gandhi (মহাত্মা গান্ধী)।

52. Which leader led the Kheda Satyagraha ?  

 কোন নেতা খেদা সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন ?

➡ Sardar Vallabhai Patel (সর্দার বল্লভভাই প্যাটেল)।

53. What is the official language of Satavahanas ?  

 সাতবাহনদের সরকারী ভাষা কি ?

➡ Prakrit (প্রাকৃত)।

54. Which is the Harappan ancient port city located in Gujarat ?  

 গুজরাটে অবস্থিত হরপ্পার প্রাচীন বন্দর কোনটি ?

➡ Lothal (লোথাল)।

55. Who is the author of ‘Akbarnama’ ?  

 ‘আকবরনামা’র রচয়িতা কে ?

➡ Abul Fazl (আবুল ফজল)।

56. Who is the founder of the Muslim League ?  

 মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ?

➡ Salimullah (সলিমুল্লাহ)।   [ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর ১৯০৬ সালে]

57. Who led the following Santhal rebellion ?  

 নিম্নলিখিত কারা সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দেন ?

➡ Sidhu and Kanhu (সিধু ও কানহু)।

58. Nana saheb was involved with which rebellion ?  

 নানা সাহেব কোন বিদ্রোহের সাথে জড়িত ছিলেন ?

➡ Sepoy Mutiny (সিপাহী বিদ্রোহ)।

59. Who founded the Satyashodhak Samaj (Truth-seekers’ Society) ?  

 সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

➡ Jyotiba Phule (জ্যোতিবা ফুলে)।

60. Who said ‘Swaraj is my birthright’ ?  

  বলেছিলেন ‘স্বরাজ আমার জন্মগত অধিকার’ ?

➡ Bal Gangadhar Tilak (বালগঙ্গাধর তিলক)।

61. What was the real name of nur jahan ?  

 নুরজাহানের আসল নাম কি ছিল ?

➡ Mehr-un-Nissa (মেহেরুন্নিসা)।

62. Who was the sixth Guru of Sikh ?  

 ষষ্ঠ শিখ গুরু কে ছিলেন ?

➡ Guru Hargobind (গুরু হরগোবিন্দ)।

63. Jaldapara Sanctuary is located in –

 জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত –

➡ West Bengal (পশ্চিমবঙ্গ)।

64. Through which of the following Indian states Tropic of Cancer Does Not pass ?  

 নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি ?

a) Mizoram      b) Manipur      c) Uttar Pradesh      d) West Bengal

➡ Manipur (মনিপুর)। (মিজোরাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, ছত্রিশগড়, ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাট — এই আটটি রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে।)

65. The 38th parallel has divided the countries  –

 ৩৮তম প্যারালাল যে দেশ গুলিকে বিভক্ত করেছে –

➡ North Korea and South Korea (উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া)।

66. Which planet is called “Earth-Twin” ?  

 কোন গ্রহকে পৃথিবীর জমজ গ্রহ বলা হয় ?

➡ Venus (শুক্র)।

67. Which of the following lakes is a salt water lake ?  

 নিম্নলিখিত হ্রদগুলির মধ্যে কোনটি লবণাক্ত জলের হ্রদ ?

➡ Sambhar lake (সম্ভর হ্রদ)।

68. The highest peak in the Eastern Ghats is –

 পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ –

➡ Jindhagada (জিন্দাগড়া)।

69. Loktak Lake is located in which Indian state ?  

 লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

➡ Manipur (মনিপুর)।

70. Majuli Island is located on which river ?  

 মাজুলী দ্বীপ কোন নদীতে অবস্থিত  ?

➡ Brahmaputra river (ব্রহ্মপুত্র নদী)।

71. Which of the following is the national animal of Afghanistan ?  

 নিম্নলিখিত কোনটি আফগানিস্তানের জাতীয় পশু ?

➡ Snow Leopard (তুষার চিতা)।

72. Who was the first President of Pakistan ?  

 পাকিস্তানের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ?

➡ Iskander Mirza (ইস্কান্দার মির্জা)। [ বর্তমান রাষ্ট্রপতি আরিফ আলভী]

73. What is the life span of RBC ?  

 লোহিত রক্ত কণিকার আয়ু কত ?

➡ 120 days.

74. Which of the following is the ‘master gland’ ?  

 নিম্নলিখিত কোনটিকে ‘প্রভু গ্রন্থি’ বলা হয় ?

➡ Pituitary gland (পিটুইটারি গ্রন্থি)।

75. What is the formula of Sulfuric acid ?  

 সালফিউরিক অ্যাসিড এর সংকেত কি ?

➡ H2SO4

76. In which stage of meiosis ‘crossing over’ takes place ?  

 মিয়োসিসের কোন দশায় ‘ক্রসিং ওভার’ সংঘটিত হয় ?

Pachytene (প্যাকাইটিন)।

77. At what temperature the density of water is maximum ?  

 কোন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক ?

➡ 4⁰C

78. Ryder Cup is associated with which sport ?  

 Ryder Cup কোন খেলার সাথে যুক্ত ?

➡ Golf

79. Durand Cup and Rovers Cup is related to which game ?  

 ডুরান্ড কাপ এবং রোভার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত ?

➡ Football.

80. Who is the first Indian woman Olympic medal Winner ?  

 কোন ভারতীয় মহিলা প্রথম অলিম্পিক পদক জেতেন ?

➡ Karnam Malleswari.

81. Deepika Kumari is associated with which sports ?  

 দীপিকা কুমারি কোন খেলার সাথে যুক্ত ?

➡ Archery (তীরন্দাজি)।

82. ‘Agha Khan Cup’ is associated with which of the following games  ?  

 ‘আগা খান কাপ’ নিচের কোন খেলার সাথে যুক্ত ?

a) Table Tennis     b) Football     c) Cricket     d) Hockey

➡ Hockey.

 83. How many fundamental duties are currently described in the Indian Constitution ?  

 ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক কর্তব্য বর্ণনা করা হয়েছে ?

➡ 11.

84. Which is the permanent chamber of the Indian Parliament ?  

 ভারতীয় সংসদের স্থায়ী কক্ষ কোনটি ?

a) Lok Sabha    b) Rajya Sabha     c)  Lok Sabha and Rajya Sabha

➡ Rajya Sabha (রাজ্যসভা)

85. What is the name of Upper house of Indian Parliament ?  

 ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কি ?

➡ Rajya Sabha (রাজ্যসভা)। [ভারতীয় সংসদের নিম্নকক্ষ হলো লোকসভা]

86. How many times a state of emergency has been declared in India since independence ?  

 স্বাধীনতার পর থেকে ভারতে কতবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ?

➡ Three Times (তিন বার)।

87. Which of the following union territory has a High Court of its own ?  

 নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে ?

a) Puducherry   b) Delhi   c) Chandigarh   d) Lakshadweep

➡ Delhi. [ জম্মু-কাশ্মীরও একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং এখানেও হাইকোর্ট রয়েছে]

88. Who was the first muslim presidents of Indian National Congress ?  

 জম্মু-কাশ্মীর হাইকোর্ট রয়েছে ?

➡ BadruddinTyabji (বদরুদ্দীন তৈয়বজী)।

89. Which of the following transforms input data into output data  ?  

 নিচের কোনটি ইনপুট ডেটাকে আউটপুট ডেটাতে রূপান্তরিত করে ?

a) CPU    b) ROM     c) RAM

➡ CPU. [ Full From Of CPU : Central processing unit ]

90. Which of the following is the first layer of software loaded into computer memory when it starts up  ?  

 নিচের কোনটি সফটওয়্যারের প্রথম স্তর যেটি কম্পিউটার মেমোরিতে লোড হয় যখন কম্পিউটার চালু করা হয়  ?

a) System Utilities    b)Device Driver    c)Operating System    d) Language Translator

➡ Operating System.

91. Which company has developed Pixel smartphone ?  

 কোন কোম্পানি Pixel smartphone তৈরি করেছে ?

➡ Google.

92. What was the original name of ‘Birbal’ ?  

 ‘বীরবল’ এর আসল নাম কি ছিল ?

➡ Pramatha Chaudhuri (প্রমথ চৌধুরী)।


আমি আশা করছি এই পোস্টটি থেকে তোমরা অনেক উপকৃত হয়েছো

***ধন্যবাদ***

আরও পড়ুন :

History GK Set 4

General Science set 3


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন