বিভিন্ন প্রাণীর বিজ্ঞানসম্মত নাম | Scientific Name Of Animals in Bengali with PDF
নমস্কার বন্ধুগন,
এই পোস্টটিতে কয়েকটি প্রাণীর নাম ও তাদের বিজ্ঞানসম্মত নামের তালিকা নিচে দেওয়া রইল,
যেগুলি বিভিন্ন Competetative পরীক্ষায় এসে থাকে যেমন - WBP Constable, WBP SI, EXCISE, KOLKATA POLICE, JAIL POLICE, RAIL GROUP D, SSC EXAMS ইত্যাদি। সুুতরাং সময় নষ্ট না করে তালিকাটি ভাল করে দেখেনিন।Competetative Exam এর বাংলায় প্রস্তুতির জন্য আমাদের YouTube চ্যানেলটিকে Subscribe করে নিন।
বিভিন্ন প্রাণীর বিজ্ঞানসম্মত নামের তালিকা
প্রাণী | বিজ্ঞানসম্মত নাম |
---|---|
কুনোব্যাঙ | বুফো মেলানোস্টিকটাস |
বিড়াল | ফেলিস ডোমেস্টিকা |
কুকুর | ক্যানিস ফ্যামিলিয়ারিস |
গরু | বস ইন্ডিকাস |
বানর | Macaca mulatta |
ছাগল | ক্যাপ্রা হিরকাস |
মানুষ | হোমো স্যাপিয়েন্স |
গিরগিটি | ক্যালোটেস ভার্সিকোলার |
বাঘ | Panthera tigris |
মৌমাছি | এপিস ইন্ডিকা |
কচ্ছপ | ট্রিওনক্স গ্যাঞ্জিটিকাস |
পায়রা | কলম্বিয়া লিভিয়া |
ময়ূর | Pavo cristatus |
আরশোলা | পেরিপ্লানেটা আমেরিকানা |
মশা | অ্যানোফিলিস স্টিফেনসি |
কেঁচো | Pheretima posthuma |
শামুক | Pila globosa |
কেউটে সাপ | Naja kaouthia(নাজা কেউটিয়া) |
ইলিশ | Tenualosa ilisha |
কাতলা | Catla catla(কাতলা কাতলা) |
কই মাছ | Anabas testudineus |
রুই মাছ | Labeo rohita |
ভেটকি | ল্যাটস ক্যালকেরিফার |
জেলিফিশ | Asteroidea(অ্যাসেরয়েডিয়া) |
গলদা চিংড়ি | মাইক্রোব্যাকটেরিয়াম রোজেনবারগি |
সাইপ্রিনাস | সাইপ্রিনাস কার্পি স্পিক্যুউলারিস |
শিঙি মাছ | Heteropneustes fossilis (হটেরোপনিউস্টেস ফসিলিস) |
বাবুই পাখি | Ploceidae |
ভেড়া | Ovis aries |
প্রজাপতি | Rhopalocera(রোপালোকসার) |
নিচে কয়েকটি প্রশ্ন আকারে দেওয়া রইল 🔻
১) মানুষের বিজ্ঞানসম্মত নাম কি ?
উঃ - হোমো স্যাপিয়েন্স।
২) বিড়ালের বিজ্ঞানসম্মত নাম হল —
উঃ - ফেলিস ডোমেস্টিকা।
৩) কচ্ছপের Scientific নাম কি ?
উঃ - ট্রিওনক্স গ্যাঞ্জিটিকাস।
৪) গিরগিটির বিজ্ঞানসম্মত নাম কি ?
উঃ - ক্যালোটেস ভার্সিকোলার।
৫) ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি ?
উঃ - Pavo cristatus।
৬) কাতলার বিজ্ঞানসম্মত নাম কি ?
উঃ - Catla catla(কাতলা কাতলা)।
৭) রুই মাছের বিজ্ঞানসম্মত নাম কি ?
উঃ - Labeo rohita (লাবিও রোহিতা)।
৮) বাঘের বিজ্ঞানসম্মত নাম কি ?
উঃ - Panthera tigris।
Postটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশা করছি আপনারা এই পোস্টটি পড়ে উপকৃত হয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন