Hi Friends,
General Science এর 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচে দেওয়া রইলো যেগুলি সমস্ত রকমের Competitive পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে WBP Conatable, Kolkata Police, Excise, RRB, SI 2021, SSC exams ইত্যাদি। এইরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাদের ওয়েবসাইটটিতে এছাড়াও আমাদেরকে Social Media তে follow করতে পারেন।
General Science Questions In Bengali For WBP Constable, SI, EXCISE CONSTABLE, JAIL POLICE, KOLKATA POLICE AND OTHERS COMPETITIVE EXAM
General Science | GK | History | Geography এর সমস্ত রকমের প্রশ্ন ও Resoning শেখার জন্য আমাদের Youtube Channel টিকে Subscribe করে নিন।
General Science Set 3
১. পানীয় জলে পারদের গ্রাহ্য মাত্রা কত ?
উ:- ০.০০২mg।
২. 'ব্ল্যাক ফুট ডিজিজ' -এর জন্য দায়ী দূষক পদার্থটি হল—
উ:- আর্সেনিক।
৩. লিউকোমিয়া ওষুধ তৈরি হয় কি থেকে ?
উ:- নয়নতারা উদ্ভিদ থেকে।
৪. শিল্প কেন্দ্রের ধোঁয়া ও ধূলিকণা নিয়ন্ত্রনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় ?
উ:- ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর।
৫. পদার্থবিজ্ঞানে ফোর্থ ডাইমেনশনের আবিষ্কর্তা কে ?
উ:- আইনস্টাইন।
৬. কোন ভিটামিন রক্ততঞ্চন রোধে সহায়তা করে ?
উ:- ভিটামিন K।
৭. পরিণত মানুষের হৃদপিন্ডের ওজন কত ?
উ:- ৩০০ গ্রাম।
৮. বায়ুতে Co2 -এর পরিমাণ কত ?
উ:- ০.০৩%।
৯. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ?
উ:- N2।
১০. কাচের উপর লেখার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় ?
উ:- হাইড্রোক্লোরিক অ্যাসিড।
১১. ওয়েল্ডিং করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উ:- অ্যাসিটিলিন।
১২. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয় ?
উ:- হাইড্রোজেন।
১৩. 'Gunmetal'-এর মূল উপাদান গুলি কি কি ?
উ:- তামা ৮৮%, টিন ৮-১০%, জিঙ্ক ২-৪%।
১৪. মানুষের রক্তের স্বাভাবিক উষ্ণতা কত ?
উ:- ৯৮.৬⁰F / ৩৭⁰C।
১৫. ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় ?
উ:- আলেকজান্ডার কানিংহাম।
১৬.উদ্ভিদের ফুল ফোটাতে কোন হরমোন সাহায্য করে ?
উ:- ফ্লোরিজেন।
১৭. 'বার' কিসের একক ?
উ:- বায়ুমণ্ডলীয় চাপের একক।
১৮. লোহার সবচেয়ে খাঁটি রূপ হল-
উ:- রড আয়রন।
১৯. জলের সর্বোচ্চ ঘনত্ব কত ?
উ:- ৪⁰C।
২০. মানুষের শরীরে সর্ববৃহৎ হাড় কি ?
উ:- ফিমার।
২১. MRI -এর পুরো অর্থ কি ?
উ:- Magnetic Resonance Imaging.
২২. আঙ্গুরে কোন অ্যাসিড পাওয়া যায় ?
উ:- সাইট্রিক অ্যাসিড।
২৩. সবচেয়ে নমনীয় ধাতুর নাম কী ?
উ:- সোনা।
২৪. প্রাণী দেহের দীর্ঘতম কোষ হল-
উ:- স্নায়ুকোষ।
২৫. জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত প্রথম মনুষ্য হরমোন কি ?
উ:- ইনসুলিন।
২৬. অ্যামোনিয়া কে শুষ্ক করা হয়-
উ:- পোড়া চুন দিয়ে।
২৭. ক্লোরোফিলে কোন ধাতু থাকে ?
উ:- ম্যাগনেসিয়াম।
২৮. চক্ষুদানের ক্ষেত্রে চোখের কোন অংশ ব্যবহার করা হয় ?
উ:- কর্নিয়া।
২৯. প্রাপ্তবয়স্ক মানুষের হৃদগতি মিনিটে কত বার ?
উ:- ৭২ বার।
৩০. কোন ধাতু সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে বিক্রিয়া করে না ?
উ:- Mg।
৩১. হৃদপিণ্ড থেকে নির্গত নালীকে কি বলে ?
উ:- ধমনী।
৩২. মানুষের হৃদপিন্ডের কটি কক্ষ ?
উ:- ৪টি।
৩৩. পটকাবিহীন মাছের নাম কি ?
উ:- হাঙ্গর।
৩৪. ওষুধ নিয়ে গবেষণার বৈজ্ঞানিক নাম কি ?
উ:- ফার্মাকোলজি।
৩৫. পাখিদের ডিম নিয়ে গবেষণাকে কি বলে ?
উ:- ওভোলজি।
৩৬. কোন জলে জাহাজ দ্রুত চলে ?
উ:- উষ্ণ গরম জলে।
৩৭. মানবদেহের একমাত্র মিশ্রগ্রন্থির নাম কি ?
উ:- অগ্ন্যাশয়।
৩৮. নাইট্রোজেন কত তাপমাত্রায় জমে যায় ?
উ:- -২১০⁰C।
৩৯. নাবিকদের কম্পাস যন্ত্রে কয়টি বিন্দু থাকে ?
উ:- ৩২টি।
৪০. AC কারেন্টকে DC কারেন্টে রূপান্তরকারী যন্ত্রের নাম কি ?
উ:- রেক্টিফায়ার।
৪১. কেঁচোর গমন অঙ্গের নাম কি ?
উ:- সেটা।
৪২. মানবদেহের pH-এর মাত্রা কত ?
উ:- ৭.৫।
৪৩. রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি ?
উ:- স্ফিগমোম্যানোমিটার।
৪৪. রেডিয়াম কে আবিষ্কার করেন ?
উ:- মারি ক্যুরি।
৪৫. ভাইরাস এর আভিধানিক অর্থ কি ?
উ:- প্রাণিজ বিষ।
৪৬. মানবদেহের কোন অঙ্গকে 'Mirror of Disease' বলা হয় ?
উ:- জিহ্বা।
৪৭. লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে ?
উ:- ডায়াপ্টার।
৪৮. পাকস্থলী রস বা পাকরসের প্রধান উৎসেচকটি কি ?
উ:- পেপসিন।
৪৯. 'ব্ল্যাক ফুট ডিজিজ'-এর জন্য দায়ী দূষিত পদার্থটি হল-
উ:- আর্সেনিক।
৫০. পৃথিবীর স্থায়ী বৃহত্তম বাস্তুতন্ত্র কোনটি ?
উ:- সমুদ্রের বাস্তুতন্ত্র।
সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি সাধারণ বিজ্ঞানের এই প্রশ্নগুলো পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন