MCQ Questions for WBP Constable, SI, Excise, Kolkata Police, Railway Group D, SSC Exams.
Hi Friends,
বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে আমাদের এই ওয়েবসাইটটিতে । এই পোস্টটিতে রয়েছে ২৫টি MCQ Questions যেগুলো বিভিন্ন Competitive exam -এ এসে থাকে যেমন WBP Constable, SI, Excise, SSC exams, Railway Group D, Kolkata Police ইত্যাদি।
১.ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ?
Answer: (C) হকি
২.বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়?
Answer: (B) ২৪ মার্চ
৩.পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কোনটি?
Answer: (C) শিউলি
৪.“প্রার্থনা সমাজ” কে প্রতিষ্ঠা করেন?
Answer: (B) আত্মারাম পান্ডুরঙ্গ
৫.মহেঞ্জোদারো সভ্যতা কে আবিষ্কার করেন ?
A) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
Answer: (A) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
৬.ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
Answer: (C) সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
৭.কত সালে ভারতীয় সংবিধান গৃহীত হয়?
Answer: (D) ১৯৪৯
৮. সমাজের কোন্ শ্রেণির মানুষ নিরন্তর ফলে
সর্বাধিক ক্ষতিগ্রস্ত হন?
Answer: (D) স্থির আয়কারী মানুষজন
৯. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে?
Answer: (B) ১.৩ সেকেন্ড
১০. ভারতের কত শতাংশ অঞ্চল জুড়ে পলি মাটি রয়েছে?
Answer: (C) প্রায় ৪৬%
১১. ভারতবর্ষে প্রথম আদমশুমারি সূচিত হয় কত সালে ?
Answer: (B) 1872 সালে
১২. পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে ?
Answer: (A) নদিয়া
১৩. নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে ?
Answer: (D) কোয়াশিয়রকর
১৪. নিম্নলিখিত কোনটি কম্পিউটারের Picture File -এর সঙ্গে সম্পর্কযুক্ত নয় ?
Answer: (C) .mdb
১৫. CPU -র পুরো নাম কি ?
Answer: (B) Central processing unit
১৬. পরমাণুর তিনটি আদি কণার মধ্যে কোনটি সবচেয়ে হালকা ?
Answer: (D) ইলেকট্রন জেনে রাখুন : সবচেয়ে ভারী কণা হল নিউট্রন।
১৭. বীজ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলা হয় ?
Answer: (A) স্পারমোলজি
১৮. কুফার কোষ কোথায় দেখা যায় ?
Answer: (C) লিভার
১৯. উদ্ভিদের নিম্নলিখিত কলাগুলির মধ্যে কোনটি মৃতকোষ দ্বারা গঠিত ?
নিচে আরো কয়েকটি Competitive Exam এর সম্ভাব্য গুরুত্বপূর্ণ দেওয়া রইল 🔻
প্র:- ভারতে কবে জাতীয় দূষণ প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়?
উঃ- দ্বিতীয় ডিসেম্বর।
প্র:- “তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ” হয়েছিল—
উঃ- ১৭৯০-১৭৯২ সালে।
প্র:- নিশ্চুপ উপত্যকা অবস্থিত —
উঃ- কেরালা।
প্র:- বলাই চরিত্রের স্রষ্ঠা কে?
উঃ- রবীন্দ্রনাথ।
প্র:- ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ নিহত হন—
উঃ-১৮৫৮ সালে।
আশা করছি GK MCQ Question এর এই পোস্টটি পড়ে উপকৃত হয়েছেন। আপনার মতামত কমেন্টে লিখুন। আর আমাদের Telegram Channel টিতে যুক্ত হন। Telegram Channel টিতে বিভিন্ন Competitive পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তরের PDF দিয়ে থাকি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন