Breaking




শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

History Set 2 | Compitative পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ 50 টি প্রশ্ন


নমস্কার বন্ধুগণ,

এই পোস্টটিতে আপনাদের জন্য রয়েছে History-র ৫০টি বাছাই করা প্রশ্ন। এই প্রশ্নগুলো বিভিন্ন competitive exams -এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন- WBP Constable, Excise, SSC exams, SI, Kolkata Police, Railway Group D.

তাই সময় নষ্ট না করে প্রশ্নগুলো ভালো করে পড়ে মুখস্ত করে নিন।

বিভিন্ন বিষয়ের প্রশ্ন ও রিজনিং শেখার জন্য আমাদের YouTube Channel টিকে Subscribe করে নিন।


History Set 2

 ১. "ইন্ডিকা" গ্রন্থের রচয়িতা কে ?

উঃ- মেগাস্থিনিস।  


২. বুদ্ধ কবে জন্ম করেছিলো ?

উঃ- ৫৬৩ খ্রিস্টপূর্ব।  


৩. ১৯৪১ সালে সিঙ্গাপুরে 'ভারতীয় জাতীয়

বাহিনী' বা INA কে স্থাপন করেছিলেন ?

উঃ- রাসবিহারী বসু।  


৪. "অর্থশাস্ত্র" -এর রচয়িতা কে ?

উঃ- কৌটিল্য। 


৫. শেরশাহের সেনাপতি কে ছিলেন ?

উঃ- ব্রহ্মজিৎ গৌড়। 


৬. শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন ?

উঃ- মহাবীর। 


৭. "দীন-ই-ইলাহি" -এর প্রবর্তক কে ?

উঃ- আকবর।  


৮. "ভারতের নেপোলিয়ন" নামে পরিচিত ?

উঃ- সমুদ্র গুপ্ত। 


৯."সংবাদ প্রভাকর" পত্রিকার সম্পাদক ছিলেন ?

উঃ- ঈশ্বর গুপ্ত।  


১০. "রামকৃষ্ণ মিশন" প্রতিষ্ঠা করেছিলেন ?

উঃ- স্বামী বিবেকানন্দ।  


১১. "অধীনতামূলক মিত্রতা" নীতি কে প্রবর্তন করেছিলেন ?

উঃ- লর্ড ওয়েলেসলি। 


১২. "পূর্ণ স্বরাজ" দিবস প্রথম পালিত হয়-

উঃ- ২৬শে জানুয়ারি ১৯৩০।  


১৩. চিপকো আন্দোলনের নেতা কে ?

উঃ- সুন্দরলাল বহুগুণা। 


১৪. "আকবরনামা" বইটি কার লেখা ?

উঃ- আবুল ফজল।  


১৫. "কলকাতা মাদ্রাসা" -এর প্রতিষ্ঠাতা কে ?

উঃ- ওয়ারেন হেস্টিংস। 


১৬. "সীমান্ত গান্ধী" নামে কে পরিচিত হন ?

উঃ- খান আব্দুল গফফর খান।  


১৭. ১৯২১ সালে মোপলা বিদ্রোহ শুরু হয় ?

উঃ- কেরালা।  


১৮. বুদ্ধদেবের আসল নাম কি ?

উঃ- সিদ্ধার্থ।  


১৯. "গীতগোবিন্দ" -র রচয়িতা কে ?

উঃ- জয়দেব। 


২০. কোন রাজার রাজধানী ছিল কর্ণসুবর্ণ ?

উঃ- শশাঙ্ক।  


২১. "ভারত সভা" কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। 


২২. জাতকের গল্প হলে কোন ভাষায় লেখা ?

উঃ- পালি। 


২৩. তানসেনের আসল নাম কি ?

উঃ- রামতনু পান্ডে। 


২৪. সিন্ধু সভ্যতা কোন যুগের অন্তর্গত ছিল ?

উঃ- তাম্র যুগ। 


২৫. কুতুব মিনারের কে নির্মাণ করেন ?

উঃ- কুতুবুদ্দিন আইবক।  


২৬. "বন্দে মাতরম" গানটি প্রথম গাওয়া হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের এক অধিবেশন, সেটা কোন সালে ?

উঃ- ১৮৯৬। 


২৭. কলহনের রাজতরঙ্গিনী কোথাকার ঐতিহাসিক বিবরণ ?

উঃ- কাশ্মীর।  


২৮. কুষান রাজ্যের রাজধানী কোথায় ছিল ?

উঃ- তক্ষশীলা।  


২৯. সুন্নিদের কাছে কে "জিন্দা-পীর" ছিলেন ?

উঃ- আওরঙ্গজেব। 


৩০. ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা কি ?

উঃ- উডের ডেসপ্যাচ। 


৩১. জয়দেব এর লেখা বইয়ের নাম হলো ?

উঃ- গীতগোবিন্দ। 


৩২. "বন্দেমাতরম" সংগীতটির গীতিকার কে ?

উঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 


৩৩. সাঁওতাল বিদ্রোহ কত সালে ঘটেছিল ?

উঃ- ১৮৫৫ সালে। 


৩৪. "কাশ্মীরের আকবর" কাকে বলা হয় ?

উঃ- জয়নাল আবেদিন।  


৩৫. ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ ?

উঃ- বৌদ্ধ। 


৩৬. প্রাচীন বাংলার "প্রথম জাতীয় রাজা" ছিলেন ?

উঃ- শশাঙ্ক। 


৩৭. "হিন্দুস্থানের তোতাপাখি" নামে কে পরিচিত ?

উঃ- আমির খসরু। 


৩৮. ভারতের "শ্বেত বিপ্লবের জনক" কাকে বলা হয় ?

উঃ- ভার্গিস কুরিয়েন। 


৩৯. "সূর্যাস্ত আইন" প্রবর্তন করেন ?

উঃ- কর্নওয়ালিস। 


৪০. গৌতম বুদ্ধের বাবা কে ছিলেন ?

উঃ- শুদ্ধোদন। 


৪১. "থিওসফিক্যাল সোসাইটি" প্রতিষ্ঠা হয়েছিল ?

উঃ- ১৮৭৫ সালে।  


৪২. "মধ্যরাতের সূর্যের দেশ" কোন দেশকে বলা হয় ?

উঃ- নরওয়ে। 


৪৩. চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতা কে ছিলেন ?

উঃ- সূর্যসেন।  


৪৪. জাপানের পার্লামেন্টের নাম কি ?

উঃ- ডায়েট।  


৪৫. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ?

উঃ- সরোজিনী নাইডু।  


৪৬. "মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ"-বইটি কার লেখা ?

উঃ- গান্ধীজী। 


৪৭. অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয় ?

উঃ- ১৯২০ সালে। 


৪৮. গোলকুণ্ডা ফোর্ট কোন শহরে অবস্থিত ?

উঃ- কর্ণাটক।  


৪৯. কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেন ?

উঃ- বক্তিয়ার খলজি।  


৫০. কোন দেশ থেকে ইবন বতুতা ভারতে আসেন ?

উঃ- মরক্কো।  


সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ইতিহাসের এই প্রশ্নগুলো পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন। আপনারা আমাদের YouTube Channelটিকে Subscribe করে নিতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন