তাই সময় নষ্ট না করে ইতিহাসের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে পড়ে মুখস্ত করে নিন।
History Set 3
১. কমনওয়েলথের সদর দপ্তর কোথায় ?
উ:- লন্ডন।
২. "আর্চ অফ ট্রায়াম্ফ" কোথায় অবস্থিত ?
উ:- ফ্রান্সে।
৩. জি-৯৯ আন্তর্জাতিক সংস্থার সদস্য সংখ্যক দেশ কতগুলি ?
উ:- ১২৭টি দেশ।
৪. রাষ্ট্রসংঘ স্থাপিত হয় কত সালে ?
উ:- ১৯৪৫ সালে।
৫. "International Court Of Justice" কোথায় অবস্থিত ?
উ:- হেগ (২০০৫)।
৬. পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কোনটি ?
উ:- ফেস মরক্কো।
৭. কোন দেশের জাতীয় সংগীতে কোন কথা নেই ?
উ:- বাহরাইন।
৮. লন্ডনের ব্রিটিশ সরকারের সদর দপ্তরের নাম কি ?
উ:- হোয়াইট হল।
৯. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় ?
উ:- প্যারিস।
১০. বিশ্বের প্রথম শিশুদের জাদুঘর কোনটি ?
উ:- নিউইয়র্কের ব্রুকলিন জাদুঘর।
১১. NATO কবে প্রতিষ্ঠিত হয় ?
উ:- ১৯৪৯ সালে।
১২. কোন দেশের জাতীয় পতাকায় AK47 বন্দুকের ছবি আছে ?
উ:- মোজাম্বিক (আফ্রিকা)।
১৩. নাসার সদর দপ্তর কোথায় ?
উ:- কেপ কেনেডি।
১৪. "অন্তরা" কোন দেশের সংবাদ সংস্থা ?
উ:- ইন্দোনেশিয়া।
১৫. রাষ্ট্রসঙ্ঘের পর বিশ্বের বৃহত্তম জোট কোনটি ?
উ:- NAM।
১৬. "সোনালী আঁশের দেশ" কোন দেশকে বলা হয় ?
উ:- বাংলাদেশ।
১৭. আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ:- ওয়াশিংটন।
১৮. UNO কবে স্থাপিত হয় ?
উ:- ১৯৪৫ সালে।
১৯. "Playground Of Europe" কোন দেশকে বলা হয় ?
উ:- সুইজারল্যান্ডকে।
২০. "পুলু" কোন দেশের সেনাবাহিনীর সংক্ষিপ্ত নাম ?
উ:- ফরাসি।
২১. "চিরস্থায়ী বন্দোবস্ত" কে প্রবর্তন করেন ?
উ:- কর্নওয়ালিস (১৭৯৩ সালে)।
২২. নালন্দা বিশ্ববিদ্যালয়ের বাঙালি অধ্যক্ষ কে ছিলেন ?
উ:- শীলভদ্র।
২৩. বল্লাল সেনের পিতার নাম কি ?
উ:- বিজয় সেন।
২৪. "সন্ধ্যা" পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উ:- ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
২৫. হিটলারের আত্মজীবনীর নাম কি ?
উ:- Mein Kampf.
২৬. ভগৎ সিং প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কী ?
উ:- "হিন্দুস্তান সোস্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন"
২৭. "আলমগীর" উপাধি কে ধারণ করেছিলেন ?
উ:- ওরঙ্গজেব।
২৮. ভারতে কারা তামাক চাষ শুরু করেছিল ?
উ:- পর্তুগিজরা।
২৯. ফতেপুর সিক্রির "ইবাদৎখানা" কে তৈরি করেছিল ?
উ:- আকবর।
৩০. কে সর্বপ্রথম মুদ্রার প্রচলন করেছিলেন ?
উ:- শের শাহ সুরি।
৩১. তামাকের ব্যবহার কোন মুঘল সম্রাট নিষিদ্ধ করেছিলেন ?
উ:- জাহাঙ্গীর।
৩২. দিল্লী জামা মসজিদ তৈরি করেছিলেন ?
উ:- শাহজাহান।
৩৩. গণপরিষদের সভাপতি কে ছিলেন ?
উ:- রাজেন্দ্রপ্রসাদ।
৩৪. প্রাচীন বাংলার "জাতীয় রাজা" কে ছিলেন ?
উ:- শশাঙ্ক।
৩৫. শেরশাহের প্রকৃত নাম কি ?
উ:- ফরিদ খাঁ।
৩৬. "মালবিকাগ্নিমিত্রম" নাটকের রচয়িতা কে ?
উ:- কালিদাস।
৩৭. মিত্র মেলা কে প্রতিষ্ঠা করেন ?
উ:- ভি ডি সাভারকর।
৩৮. "Drain Of Wealth" বইয়ের লেখক কে ?
উ:- দাদাভাই নওরোজি।
৩৯. কোন রাজা বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন ?
উ:- ধর্মপাল।
৪০. "মন্ট্রিল চুক্তি" কবে স্বাক্ষরিত হয় ?
উ:- ১৯৭৮ সালে।
৪১. ভাস্কো-ডা-গামা কবে ভারতে আসেন ?
উ:- ১৪৯৮ সালে।
৪২. আলেকজান্ডার ভারতে কতদিন ছিলেন ?
উ:- ১৯ দিন।
৪৩. কলিন্দ যুদ্ধ কবে হয়েছিল ?
উ:- ২৬১ খ্রি: পূ:।
৪৪. ঐতিহাসিক আবুল ফজলকে হত্যা করেছিলেন ?
উ:- বীর সিং বুন্দেল।
৪৫. কে "ইক্তা" প্রথার বিলোপ ঘটানো ?
উ:- আলাউদ্দিন খলজী।
৪৬. বীরভূম জেলার সদর দপ্তর কোথায় ?
উ:- সিউড়ি।
৪৭. "Saint Of Gutters" কাকে বলা হয় ?
উ:- মাদার টেরেসা।
৪৮. ভারতের বিসমার্ক কাকে বলা হয় ?
উ:- বল্লভভাই প্যাটেলকে।
৪৯. "Fathar Of Geometry" কাকে বলা হয় ?
উ:- পিথাগোরাসকে।
৫০. "আনন্দমঠ" কার লেখা ?
উ:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ইতিহাসের এই প্রশ্নগুলো পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন।
আরো পড়ুন🔻
➠ বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় প্রথম মহিলা ও পুরুষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন