নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পোস্টটিতে ৫০টি খুবই গুরুত্বপূর্ণ GK question রয়েছে, যেগুলি WBP CONSTABLE, KOLKATA POLICE, RAILWAY NTPC GROUP D, SI, EXCISE, SSC, WBCS, WBP ABGARI POLICE CONSTABLE, RRB NTPC ইত্যাদি সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে।
তাই সময় নষ্ট না করে ৫০টি General Knowledge -এর প্রশ্নগুলি ভালো করে পড়ে নিন।
⁌ General Knowledge Set-3 ⁍
১. "Bull" এবং "Bear" শব্দ দুটি ব্যবহৃত হয় ?
উ:- শেয়ার বাজার।
২. প্রয়োজনে কোন পাখি পিছন দিকে উড়তে পারে ?
উ:- হামিং বার্ড।
৩. "পথের পাঁচালী" ফিল্মের সঙ্গীত পরিচালক ছিলেন ?
উ:- রবিশংকর।
৪. SMS এর পুরো অর্থ কি ?
উ:- শর্ট মেসেজ সার্ভিস।
৫. "ক্রাইম এন্ড পানিশমেন্ট" কে লিখেছেন ?
উ:- দস্তয়ভস্কি।
৬. কোন স্বাধীনতা সংগ্রামী ৬৩দিন অনশন করেছিল ?
উ:- যতীন্দ্রনাথ দাস।
৭. "দি ওভারকোট" গ্রন্থের রচয়িতা কে ?
উ:- নিকোলাই গোগোল।
৮. "ইনকিলাব জিন্দাবাদ" স্লোগানটি দিয়েছিলেন ?
উ:- ভগৎ সিং।
৯. "মেঘে ঢাকা তারা" চলচ্চিত্রটির পরিচালক কে ?
উ:- ঋত্বিক ঘটক।
১০. তামাক উৎপাদনে পৃথিবীতে যে দেশ প্রথম স্থান অধিকার করে তা হল ?
উ:- চীন।
১১. "হরিজন" পত্রিকা কে সম্পাদক ছিলেন ?
উ:- মহাত্মা গান্ধী।
১২. "তত্ত্ববোধিনী সভা" প্রতিষ্ঠা করেছিলেন ?
উ:- দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৩. বাংলা সাহিত্যের কালকূট হলেন ?
উ:- সমরেশ বসু।
১৪. চীনের জাতীয় খেলা কি ?
উ:- টেবিল টেনিস।
১৫. মুসলিম লীগ গঠিত হয় কোন সালে ?
উ:- ১৯০৬ সালে।
১৬. পৃথিবীর বৃহত্তম ফুলটি হল ?
উ:- রাফলেশিয়া।
১৭. প্রথম মহিলা পর্বতারোহী যিনি মাউন্ট এভারেস্টের চড়েছিলেন তিনি হলেন ?
উ:- জুনকো তাইবে।
১৮. প্রথম সার্ক (SAARC) সম্মেলন অনুষ্ঠিত হয় ?
উ:- ঢাকাতে।
১৯. ডেভিস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উ:- টেনিস।
২০. 'শের-ই-পাঞ্জাব' নামে কে পরিচিত ?
উ:- রনজিৎ সিং।
২১. কে স্বত্ববিলোপ নীতির প্রচলন করেন ?
উ:- ডালহৌসি।
২২. আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন ?
উ:- সেতার।
২৩. মালয়েশিয়ার মুদ্রার নাম কি ?
উ:- রিঙ্গিত।
২৪. বেসবল খেলার মাঠকে বলা হয় ?
উ:- কোর্ট।
২৫. সংবিধানের কোন ধারায় বাজেটের কথা উল্লেখ আছে ?
উ:- ১১২ নং ধারা।
২৬. "রামাবলি" বইটির লেখক হলেন ?
উ:- বিদ্যালঙ্কার।
২৭. "ডন সোসাইটি" প্রবর্তক কে ?
উ:- সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
২৮. "ভারতের সুইজারল্যান্ড" বলা হয় ?
উ:- নাগপুরকে।
২৯. এশিয়ার ধনীতম ব্যক্তি কে ?
উ:- মুকেশ আম্বানি।
৩০. সত্যজিৎ রায়ের শেষ সিনেমাটি হল ?
উ:- আগন্তক।
৩১. ভারত কবে অলিম্পিকে হকিতে সোনা জিতে ?
উ:- ১৯২৮ সালে।
৩২. ভারতে সাহিত্যের ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার হল ?
উ:- জ্ঞানপীঠ পুরস্কার।
৩৩. সোমপ্রকাশ পত্রিকাটি কে শুরু করেছিলেন ?
উ:- ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩৪. পশ্চিমবঙ্গের শরৎকালীন ঝড় কি নামে পরিচিত ?
উ:- আশ্বনের ঝড়।
৩৫. বনফুল কার ছদ্মনাম ?
উ:- বলাইচাঁদ মুখোপাধ্যায়।
৩৬. ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত ?
উ:-২০.১২ মি।
৩৭. ভাস্কো-দা-গামা কত সালে ভারতবর্ষে এসেছিল ?
উ:- ১৪৯৮ খিস্টাব্দ।
৩৮. "বন্দেমাতরম" প্রথম কোথায় প্রকাশিত হয় ?
উ:- আনন্দমঠ।
৩৯. "ফলকেটিং" কোন দেশের পার্লামেন্টের নাম
উ:- ডেনমার্ক।
৪০.পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোথায় ?
উ:- বক্সাদুয়ার।
৪১. "লাইফ ডিভাইন" বইটি কার লেখা ?
উ:- অরবিন্দ।
৪২. পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হল ?
উ:- গ্রিনল্যান্ড।
৪৩. LCD-এর পুরো নাম কি ?
উ:- Liquid Crystal Display।
৪৪. ভারতের তৈরি প্রথম মিসাইলটি হলো ?
উ:- পৃথ্বী।
৪৫. "দ্য লাস্ট লিয়ার" সিনেমাটির পরিচালক কে ?
উ:- ঋতুপর্ণ ঘোষ।
৪৬. প্রথম ভারতীয় অস্কার বিজয়ী কে ?
উ:-ভানু অথাইয়া।
৪৭. কে সর্বপ্রথম সিভিল সার্ভিস পরীক্ষা চালু করেন ?
উ:- কর্নওয়ালিস।
৪৮. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হল ?
উ:-গাঙ্গেয় বদ্বীপ।
৪৯. পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কী ?
উ:- শিউলি।
৫০. কোন দেশের জাতীয় পতাকায় সেই দেশের মানচিত্র চিত্রিত আছে ?
উ:- সাইপ্রাস।
পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা WBP, SI, EXCISE, KOLKATA POLICE, RAILWAY GROUP D ও অন্যান্য Competetive Exam এর প্রস্তুতি নিচ্ছেন তাহলে আমাদের Youtube Channel টিকে Subscribe করে নিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন