Hi friends,
Current Affairs ও অন্যান্য প্রশ্ন যেমন GK, HISTORY, GEOGRAPHY, GENERAL SCIENCE, MATH, REASONING ও অন্যান্য সকল বিষয়ের প্রশ্ন রয়েছে আমাদের এই BongTeach ওয়েবসাইটেটিতে।
Current Affairs 2020–2021
১. কোন রাজ্যে ই-কেবিনেট কার্যকরী করেছে ?
উ:- হিমাচল প্রদেশ।
২. কোন রাজ্য সরকার স্থির করেছে প্রতিটি জমির জন্য ১৬ সংখ্যার চিহ্নিতকরণ নাম্বার দেওয়া হবে জমি নিয়ে জালিয়াতি রুখতে ?
উ:- উত্তর প্রদেশ।
৩. শিশুমৃত্যু হার কমাতে কোন রাজ্য "SAANS" প্রচার শুরু করেন ?
উ:- মধ্যপ্রদেশ।
৪. দেশের প্রথম হেরিকেন রিসার্চ সেন্টার গড়ে উঠবে কোন রাজ্যে ?
উ:- ওড়িশা।
৫. কোন ভারতীয় রাজ্য 2020 "Tree City Of The World" এর স্বীকৃতি পেয়েছেন?
উ:- হায়দ্রাবাদ।
৬. ভারতের প্রথম কোন জুলজিক্যাল উদ্যান ISO 9001: 2015 Quality Management Standards Certification পেয়েছে ?
উ:- নেহেরু জুলজিক্যাল পার্ক, হায়দ্রাবাদ।
৮. ভারতের কোন রাজ্যের ব্যাঘ্র অরণ্য হট এয়ার বেলুন সাফারি চালু করা হয়েছে ?
উ:- মধ্যপ্রদেশ।
৯. কোন রাজ্য "হর ঘর জল" রাজ্য হবার কৃতিত্ব অর্জন করেছে ?
উ:- গোয়া।
১০. "মেরি সহেলি" প্রচেষ্টা কে শুরু করেছে ?
উ:- ভারতীয় রেল।
১১. ভারতের প্রথম সৌরশক্তি দ্বারা চালিত ইন্টিগ্রেটেড মাল্টি ভিলেজ ওয়াটার সাপ্লাই প্রজেক্ট (IMVWSP) কোন রাজ্যে শুরু করা হয়েছে ?
উ:- অরুণাচল প্রদেশ।
১২. এশিয়ার প্রথম সৌরশক্তি চালিত বস্ত্র কারখানা ভারতের কোন রাজ্যে গড়ে উঠেছে ?
উ:- মহারাষ্ট্র।
১৩. কোন রাজ্য ভারতীয় রেল নির্মাণ করেছে বিশ্বের উচ্চতম খিলান সেতু এজাই নদীর উপর ?
উ:- মনিপুর।
১৪. কোন দেশের সংসদ অ্যান্টি রেডিক্যালিজম বিল পাস করেছে ?
উ:- ফ্রান্স।
১৫. কে স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ১১৭ তম কংগ্রেসের জন্য ?
উ:- ন্যান্সি পেলোসি।
১৬. কোন দেশের পর্বতারোহীরা ইতিহাস সৃষ্টি করেছেন প্রথমবার শীতের সময় দুনিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ K2 জয় করে ?
উ:- নেপাল।
১৭. আমেরিকার ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন ?
উ:- জো বাইডেন।
১৮. সৌরশক্তি উৎপাদনের জন্য স্পেন এবং কোন দেশ এক চুক্তিতে স্বাক্ষর করেছে ?
উ:- ফ্রান্স।
১৯. কোন দেশ সম্প্রতি বিশ্বের প্রথম কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক V ঘোষণা করেছে ?
উ:- রাশিয়া।
২০. কোন সংস্থা সম্প্রতি প্রকাশ করেছে Inequality Virus Report?
উ:- Oxfam।
২১. রিজার্ভ ব্যাংকের অনুমান অনুযায়ী ভারতের GDP বৃদ্ধির হার কত শতাংশ হবে ২০২১-২২ আর্থিক বছরে ?
উ:- ১০.৫%।
২২. কোন অটোমোবাইল কোম্পানি বিশ্বের সবচেয়ে মূল্যবান টু হুইলার কোম্পানি হয়েছে ?
উ:- বাজাজ অটো।
২৩. কোন ব্যাংকের সঙ্গে ভারত সরকার ৬৪৬ মিলিয়ন আমেরিকান ডলারের এক ঋণের চুক্তিতে স্বাক্ষর করেছে অন্ধ্রপ্রদেশের দুটি সড়ক প্রকল্পের জন্য ?
উ:- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক।
২৪. কোন ব্যাংক চালু করেছে Rupifi বিজনেস ক্রেডিট কার্ড ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সুবিধার্থে Pupifi এবং ভিসার সহযোগিতায় ?
উ:- অ্যাক্সিস ব্যাঙ্ক।
২৫. ই-কৃষি স্পট মার্কেট প্ল্যাটফর্ম "BEAM" কে চালু করেছিল ?
উ:- BSE।
২৬. কোন ব্যাংক সমঝোতা স্বাক্ষর করেছে SBI এর জন্য বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়ার জন্য ?
উ:- NABARD।
২৭. ২০২১ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দা ইয়ার কাকে নির্বাচিত করা হয়েছে ?
উ:- Robert Irwin।
২৮. ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স (ISA) এর পরবর্তী ডাইরেক্টর জেনারেল হিসেবে কে নির্বাচিত হয়েছেন ?
উ:- অজয় মাথুর।
২৯. ভারতীয় রেল বোর্ডের চেয়ারম্যান ও CEO হিসেবে কার্যভার গ্রহণ করেছেন ?
উ:- সুমিত শর্মা।
৩০. রিজার্ভ ব্যাংক দ্বারা গঠিত ডিজিটাল ল্যান্ডিং ওয়ার্কিং গ্রুপ এর চেয়ারম্যান কে হয়েছেন ?
উ:- জয়ন্ত কুমার দাস।
৩১. কাকে সুভাষচন্দ্র বোস বিপর্যয় মোকাবিলা পুরস্কার, ২০২১ প্রদান করা হয়েছে ?
উ:- রাজেন্দ্র কুমার ভান্ডারী।
৩২. অস্কারে ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়েছে কোন চলচ্চিত্রকে ?
উ:- জাল্লিকাট্টু।
৩৩. তৃতীয় রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার ২০২০, কে পেয়েছেন তাঁর উপন্যাস "দ্য সিটি এন্ড দ্যা সি" এর জন্য ?
উ:- রাজ কমল ঝা।
৩৪. ফিফা প্লেয়ার অফ দ্যা ইয়ার, ২০২০ সম্মান কাকে দেওয়া হয়েছে ?
উ:- রবার্ট লিওনডোক্সি।
৩৫. ভারতের কোন মহিলা পাইলট প্রথম রাফাল যুদ্ধবিমান উড়িয়েছেন যা ভারতীয়বিমান বাহিনীর (IAF) অন্তর্ভুক্ত করা হয়েছে সেপ্টেম্বর ১০, ২০২০ সালে ?
উ:- শিবাঙ্গী সিং।
৩৬. ভারতের প্রথম চন্দন কাঠের সংগ্রহশালা কোথায় তৈরি হবে ?
উ:- শিবমোগ্গা।
৩৭. কোন দেশ কাঠের উপগ্রহ তৈরি করেছে ?
উ:- জাপান।
৩৮. P-7 হেভি ড্রাগ সিস্টেম কোন সংস্থা তৈরি করেছে ?
উ:- DRDO।
৩৯. কোন দেশ সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে বিশ্বের প্রথম 6G উপগ্রহ "UESTC" (স্টার এরা-12) মহাকাশ থেকে হাই-ফ্রিকোয়েন্সি টেট্রাহার্জ (THz) স্পেকট্রামের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা পরীক্ষার জন্য ?
উ:- চীন।
৪০. কতগুলি উপগ্রহ ইসরো একসঙ্গে একই সময়ে মহাকাশে প্রেরণ করতে সক্ষম ?
উ:- ১০টি।
৪১. প্রথম এশিয়ান অনলাইন শুটিং প্রতিযোগিতায় কোন দেশ সর্বাধিক পদক পেয়েছে ?
উ:- ভারত।
৪২. ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, ২০২১ কোন রাজ্যে অনুষ্ঠিত হবে ?
উ:- বেঙ্গালুরু (কর্ণাটক)।
৪৩. মোতেরা স্টেডিয়াম, যার সম্প্রতি
নামকরণ করা হয়েছে নরেন্দ্র মোদি স্টেডিয়াম, কোন শহরে অবস্থিত ?
উ:- আমেদাবাদ।
৪৪. পুরুষদের ক্রিকেটের টেস্ট ম্যাচ প্রথম কোন মহিলা আম্পায়ার অ্যাম্পিয়ারের করেছেন ?
উ:- ক্লাইরে পোলোস্যাক।
৪৫. বিশ্বের সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে কে একদিনের ক্রিকেটে ১২,০০০ রান করেছেন ?
উ:- বিরাট কোহলি।
৪৬. বিশ্বের প্রথম বোলার হিসেবে কে প্রথম ৫০০ উইকেট নিয়েছে T-20 ক্রিকেটে ?
উ:- ডোয়েন ব্র্যাভো।
৪৭. কার জন্মদিবস পালিত হয় জাতীয় মহিলা দিবস হিসেবে ফেব্রুয়ারির ৩ তারিখে ?
উ:- সরোজিনী নাইডু।
৪৮. সম্প্রতি কোন দেশে সোনালী খোলসের এর কচ্ছপ জন্মেছে ?
উ:- নেপাল।
৪৯. ভারতের সর্বকনিষ্ঠ পাইলট হিসাবে কে নিযুক্ত হয়েছেন ?
উ:- আয়েশা আজিজ।
৫০. ভারতে প্রথম কোন ব্যাংক উপগ্রহ থেকে তথ্য সংগ্রহ করেছে কৃষকদের ঋণ গ্রহণের ক্ষমতা খাঁচায় রাখতে ?
উ:- ICICI.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন