Breaking




রবিবার, ১১ এপ্রিল, ২০২১

Geography Set 4 || ভূগোলের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন || WBP Constable, SI, Kolkata Police.

পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার কোন জেলাকে বলা হয়

নমস্কার বন্ধুগণ,
এই পোস্টটিতে রয়েছে ভূগোলের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে যেমন WBP Constable, SSC Exam, Excise, SI, Railway Group D, Kolkata Police ইত্যাদি।
General Science | GK | History | Geography - সমস্ত রকমের প্রশ্ন ও Resoning শেখার জন্য আমাদের Youtube Channel টিকে Subscribe করে নিন।


Geography Set 4

১. দৈর্ঘ্য অনুযায়ী পৃথিবীর বৃহত্তম পর্বতমালা কোনটি?

উ:- অন্দিজ পর্বতমালা।


২. ভারতের বৃহত্তম রাজ্য (ক্ষেত্রফল ভিত্তিক) কোনটি ?

উ:- রাজস্থান। 


৩. ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি ?

উ:- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 


৪. ভারতে সর্বাধিক কফি উৎপাদন হয় কোন রাজ্যে ?

উ:- কর্ণাটক। 


৫. কোন কেন্দ্রশাসিত অঞ্চলের শিশু লিঙ্গানুপাত সবচেয়ে কম ?

উ:- চন্ডীগড়। 


৬. বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় ?

উ:- কোশী। 


৭. পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি ?

উ:- প্রশান্ত মহাসাগর। 


৮. আল্পস কোন জাতীয় পর্বতমালা ?

উ:- ভঙ্গিল। 


৯. গোদাবরী নদীর উৎপত্তি কোথায় ?

উ:- ত্রিম্বকেশ্বর। 


১০. ভারতের সর্বোচ্চ গম উৎপাদক রাজ্য হল ?

উ:- উত্তরপ্রদেশ। 


১১. শনির বলয় এর সংখ্যা কটি?

উ:- সাতটি।


১২. মেরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে কি বলে ?

উ:- ধান্দ। 


১৩. উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ কে বিচ্ছিন্ন করেছে ?

উ:- নিরক্ষীয় সমতল। 


১৪. মাইথন বাঁধটি কোন নদীর উপর গড়ে উঠেছে ?

উ:- বরাকর। 


১৫. পশ্চিমবঙ্গের অবস্থান-

উ:- ৮৫⁰৩০' পূর্ব - ৯০⁰ পূর্ব। 


১৬. পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিস্তার কত ?

উ:- ৬০০ মিটার। 


১৭. দার্জিলিং হিমালয়ের পাদদেশে পূর্ব-পশ্চিমে বিস্তৃত ৫০-৩০০ মিটার উঁচু অংশ কী নামে পরিচিত ?

উ:- তরাই সমভূমি। 


১৮. উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি ?

উ:- রায়ডাক। 


১৯. ভারতের জনসংখ্যা হিসাবে কত শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা ?

উ:- ৭.৫৫ শতাংশ। 


২০. পশ্চিমবঙ্গে সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা কোনটি ?

উ:- কলকাতা। 


২১. পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত-

উ:- আসাম ও বাংলাদেশ। 


২২. পশ্চিবঙ্গের কোন শহরকে "উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার"- বলা হয় ?

উ:- শিলিগুড়ি। 


২৩. পশ্চিমবঙ্গের "ধানের ভান্ডার" বলা হয় কোন জেলাকে ?

উ:- বর্ধমান। 


২৪. মামা-ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত ?

উ:- বীরভূম। 


২৫. পশ্চিমবঙ্গের সবচেয়ে কম বনাঞ্চল কোন জেলায় ?

উ:- উত্তর দিনাজপুর। 


২৬. "দ্বিতীয়-কাশ্মীর" কাকে বলা হয় ?

উ:- মিরিক। 


২৭. পশ্চিমবঙ্গ একটি SEZ অঞ্চলের নাম কি ?

উ:- তলফা। 


২৮. পশ্চিমবঙ্গের পূর্ব-পশ্চিমে বিস্তার কত ?

উ:- ৩২০ কিমি। 


২৯. পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ?

উ:- ৭৭.০৮%। 


৩০. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি ?

উ:- পুরুলিয়া। 


৩১. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি ?

উ:- আসানসোল। 


৩২. কাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ?

উ:- ক্যানিং। 


৩৩. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি ?

উ:- ফিশিং ক্যাট। 


৩৪. কোন শহরকে "City of Spices" বলা হয় ?

উ:- কোজিকোড শহরকে। 


৩৫. গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উ:- নকরেক। 


৩৬. ভারতের দক্ষিণতম পর্বতমালার নাম কি ?

উ:- কার্ডামম বা ইলাইমালাই। 


৩৭. "Sky River" নামে কোন নদী পরিচিত?

উ:- ব্রহ্মপুত্র। 


৩৮. ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কী ?

উ:- কুঞ্জিকল। 


৩৯. "তাল" কথাটির অর্থ কি ?

উ:- হ্রদ জলাভূমি। 


৪০. ভারতের গভীরতম বন্দরটি হল-

উ:- বিশাখাপত্তনম। 


৪১. "বুড়িডিহং, ধানসিড়ি, দিসং-এই নদীগুলি ব্রহ্মপুত্রে কোন ধরনের নদী ?

উ:- বামতীরের উপনদী। 


৪২. ভারতের কোন অংশের জলবায়ু চরমভাবাপন্ন ?

উ:- উত্তর ভারত। 


৪৩. কেরালার উপকূলকে কি বলা হয় ?

উ:- মালাবার উপকূল। 


৪৪. পশ্চিমবঙ্গের সুন্দরবনের কোথায় জোয়ার-ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে ?

উ:- দুর্গাদুয়ানি। 


৪৫. বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে গড়ে উঠেছে ?

উ:- কৃষ্ণা। 


৪৬. উত্তর আটলান্টিক মহাসাগরের অপর নাম কি ?

উ:- Sargasso Sea । 


৪৭. সুনামি কোথায় সবচেয়ে বেশি হয় ?

উ:- প্রশান্ত মহাসাগরে। 


৪৮. কোন শহর "নিষিদ্ধ শহর" নামে পরিচিত ?

উ:- লাসা। 


৪৯. কোন নদী হলুদ নদী নামে পরিচিত ?

উ:- হোয়াং-হো। 


৫০. হলদিয়া একটি——

উ:- পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র।


সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই প্রশ্নগুলো বিভিন্ন competitive exams –এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন