Hi Friends,
এই পোস্টটিতে রয়েছে ৫০টি খুবই গুরুত্বপূর্ণ General Science -এর question যেগুলি WBP CONSTABLE, KOLKATA POLICE, RAILWAY NTPC GROUP D, SI, EXCISE, SSC, WBCS, WBP ABGARI POLICE CONSTABLE, RRB NTPC ইত্যাদি সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে।
তাই সময় নষ্ট না করে ৫০টি General Science -এর প্রশ্নগুলো ভালো করে পড়ে নিন।
বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমাদের BongTeach YouTube চ্যানেলটিকে Subscribe করে নিন।
আমাদের Telegram Channel টিতে Join হন।
General Science Set 2
১. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কী পরিমাপ পাওয়া যায় ?
উ:- ভরবেগ।
২. চুন এর রাসায়নিক সংকেত কি?
উ:- CaCO3।
৩. কার্বলিক এসিডের রাসায়নিক নাম কি ?
উ:- ফেলন।
৪. মাছের কোন অঙ্গটি Radar হিসেবে কাজ করে ?
উ:- পুচ্ছ পাখানা।
৫. ওয়াটার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রন ?
উ:- Co2+H2O।
৬. এসিড দ্রবণে লিটমাসের বর্ণ কী হয় ?
উ:- লাল।
৭. ফিতাকৃমির মাথাকে কি বলা হয় ?
উ:- স্কোলেক্স।
৮. ক্যাথোড রশ্মির আবিষ্কর্তা কে ?
উ:- জে. জে. থমসন।
৯. কার্বনের কঠিনতম রূপটি কি ?
উ:- হীরক।
১০. কে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন ?
উ:- জোনাস সাক।
১১. কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বলা হয় ?
উ:- পিটুইটারি।
১২. মানবদেহের সর্ববৃহৎ অংশটি হল-
উ:- ত্বক।
১৩. কোষের শক্তিঘর হল-
উ:- মাইটোকন্ড্রিয়া।
১৪. নিষেক ছাড়া ফল উৎপাদনের পদ্ধতিকে কী বলা হয় ?
উ:- পার্থেনোকার্পি।
১৫. চিংড়ির রেচন অঙ্গের নাম কি ?
উ:- সবুজ গ্রন্থি।
১৬. ডাউন কোন রাশির একক ?
উ:- বল।
১৭. অক্সিজোম কোথায় থাকে ?
উ:- মাইটোকন্ড্রিয়া।
১৮. কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?
উ:- ভিটামিন-C।
১৯. বাকেলাইট প্লাস্টিক তৈরি হয় ফরমালডিহাইডের সঙ্গে কার বিক্রিয়ায় ?
উ:- ফেলন।
২০. PVC শব্দটির অর্থ কী ?
উ:- পলিভিনাইল ক্লোরাইড।
২১. রকেটে ব্যবহার ব্যবহৃত জ্বালানীর নাম কী ?
উ:- তরল অ্যামোনিয়া।
২২. LPG গ্যাসে প্রধানত কি থাকে ?
উ:- তরলায়িত বিউটিন ও আইসো বিউটেন।
২৩. যকৃতে গ্লুকোজ কি রূপে সঞ্চিত হয় ?
উ:- গ্লাইকোজেন।
২৪. আয়োডিনের অভাবে কি রোগ হয় ?
উ:- গয়টার।
২৫. গাছে শ্বসন কোন সময় সংঘটিত হয় ?
উ:- রাত্রিবেলা।
২৬. মোবিল কি হিসেবে ব্যবহৃত হয় ?
উ:- লুব্রিক্যান্ট।
২৭. সবচেয়ে হালকা গ্যাস কোনটি ?
উ:- হাইড্রোজেন।
২৮. টিউবওয়েল কোন ধরনের লিভার ?
উ:- প্রথম শ্রেণীর লিভার।
২৯. গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ কি জাতীয় শর্করা ?
উ:- মনোস্যাকারাইড।
৩০. পিতলের উপাদান হল-
উ:- তামা ও টিন।
৩১. সূর্যের প্রচণ্ড শক্তির উৎস কি ?
উ:- নিউক্লিও সংযোজন।
৩২. মানবদহের রক্তের pH কত ?
উ:- ৭.৩৫-৭.৪৫।
৩৩. জিভের কোন অংশে টক স্বাদ অনুভুতি হয় ?
উ:- পার্শ্বভাগে।
৩৪. শরীরের তাপমাত্রা নিযন্ত্রণ করে কোন গ্রন্থি ?
উ:- হাইপোথ্যালামাস।
৩৫. ফুসফুসের আবরণকে কি বলে ?
উ:- প্লুরা।
৩৬. কানের হাড়ের সংখ্যা কটি ?
উ:- ৩টি।
৩৭. কোন্ জিন শিশুর লিঙ্গ নির্ধারণ করে ?
উ:- বাবার থেকে প্রাপ্ত জিন।
৩৮. দই-এ কোন অ্যাসিড থাকে ?
উ:- ল্যাকটিক অ্যাসিড।
৩৯. মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত ?
উ:- ১২ জোড়া।
৪০. কোন প্রাণী আল্ট্রাসনিক শব্দ শুনতে পায় ?
উ:- বাদুর।
৪১. হলুদ আসলে কি ?
উ:- কান্ড।
৪২. অ্যাভোগাড্রো সংখ্যার মান কত ?
উ:- ৬.০২৩X১০²³
৪৩. আলোক-তড়িৎ সূত্রের আবিষ্কারক কে ?
উ:- আইনস্টাইন।
৪৪. পটাশিয়াম নাইট্রেট কি তৈরি করা হয় ?
উ:- ওষুধ।
৪৫. ফিউজ তার কোন কোন ধাতু দিয়ে তৈরি করা হয় ?
উ:- টিন ও সিসা।
৪৬. কোন্ রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক ?
উ:- লাল।
৪৭. মানুষের শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে-
উ:- লঘু মস্তিক।
৪৮. ফুলের পুরুষ অংশকে কি বলা হয় ?
উ:- পুংস্তবক।
৪৯. ত্বকের বহি: আবরণকে কি বলে ?
উ:- এপিডার্মিস।
৫০. চ্যাপ্টা কৃমির রেচনঅঙ্গের নাম কি ?
উ:- ফ্লেমকোষ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন