নমস্কার বন্ধুগন আমাদের ওয়েবসাইট-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পোস্টটিতে কয়েকটি যৌগের রাসায়নিক নাম ও সংকেতের তালিকা নিচে দেওয়া রইল যেগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন WBP CONSTABLE , SI, EXCISE, RAILWAY NTPC GROUP D, KOLKATA POLICE, RRB.
যৌগের রাসায়নিক নাম ও সংকেত
যৌগ | রাসায়নিক নাম | সংকেত |
গ্রিন ভিট্রিয়ল | ফেরাস সালফেট | FeSO4, 7H2O |
ব্লু ভিট্রিয়ল(তুঁতে) | কপার সালফেট | CuSO4, 5H2O |
হোয়াইট ভিট্রিয়ল | জিংক সালফেট | ZnSO4, 7H2O |
হোয়াইট-ব্লু ভিট্রিয়ল | কিউপ্রিক সালফেট | Cu4SO4, 5H2O |
অয়েল অব ভিট্রিয়ল | বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড | H2SO4 |
কস্টিক লোশন | সিলভার নাইট্রেট | AgNO3 |
ক্যান্ডি ফ্লুইড | পটাশিয়াম পারম্যাঙ্গানেট | KMnO4 |
নাইটার | পটাশিয়াম নাইট্রেট | KNO3 |
বেকিং সোডা | সোডিয়াম বাই-কার্বনেট | NaHCO3 |
কস্টিক সোডা | সোডিয়াম হাইড্রোক্সাইড | NaOH |
ওয়াশিং সোডা | সোডিয়াম কার্বনেট | Na2CO3, 10H2O |
খাদ্য লবণ | সোডিয়াম ক্লোরাইড | NaCL |
গ্লুবার লবণ | সোডিয়াম সালফেট | Na2SO4, 10H2O |
জিপসাম | ক্যালসিয়াম সালফেট | CaSO4, 2H2O |
এপসাম | ম্যাগনেসিয়াম সালফেট | MgSO4, 7H2O |
গ্যালেনা | লেড সালফাইট | PbS |
ব্লিচিং পাউডার | ক্যালসিয়াম হাইপোক্লোরাইড | Ca(OCI)CI, 4H2O |
ক্লোরোফর্ম | ট্রাইক্লোরো মিথেন | CHCI3 |
লাফিং গ্যাস | নাইট্রাস অক্সাইড | N2O |
হাইপো | সোডিয়াম থায়োসালফেট | Na2S2O3, 5H2O |
লাইম স্টোন | ক্যালসিয়াম কার্বনেট | CaCO3 |
প্লাস্টার অব প্যারিস | ক্যালসিয়াম সালফেট | 2CaSO4, H2O |
কুইক লাইম | ক্যালসিয়াম অক্সাইড | CaO |
রেডলেড | ট্রাইপ্লাম্বিক টেট্রোক্সাইড | Pb3O4 |
জল | হাইড্রোজেন অক্সাইড | H2O |
মিউরিয়েটিক অ্যাসিড | হাইড্রোক্লোরিক অ্যাসিড | HCI |
চিলি সল্টপিটার | সোডিয়াম নাইট্রেট | NaNO3 |
ভিনিগার | অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ | C2H5COOH |
অস্থিভস্ম | ক্যালসিয়াম ফসফেট | CaPO4 |
ফেনল | কার্বলিক অ্যাসিড | C6H5OH |
শুষ্ক বরফ | কঠিন কার্বন-ডাই-অক্সাইড | CO2 |
গোবর গ্যাস | মিথেন | CH4 |
ওয়াটার গ্যাস | সোডিয়াম সিলিকেট | Na2SiO3 |
পার্ল অ্যাশ | পটাশিয়াম কার্বনেট | K2CO3 |
দার্শনিকের উল | জিঙ্ক অক্সাইড | ZnO |
লেথার্জি | লেড মনোক্সাইড | PbO |
কস্টিক পটাশ | পটাশিয়াম হাইড্রোক্সাইড | K(OH) |
রসায়নের রাজা | সালফিউরিক অ্যাসিড | H2SO4 |
লুইস অ্যাসিড | অ্যালুমিনিয়াম ক্লোরাইড | AlCI3 |
মিল্ক অব ম্যাগনেশিয়াম | ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড | Mg(OH)2 |
ওলিয়াম | ধুমায়মান পাইরো সালফিউরিক অ্যাসিড | H2S2O2 |
যৌগের রাসায়নিক নাম ও সংকেত এর কিছু প্রশ্ন নিচে দেওয়া রইলো🔻
➢ বেকিং সোডার রাসায়নিক সংকেত কি ?
উঃ- NaHCO3.
➢ ভিনিগার এর রাসায়নিক নাম কি ?
উঃ- অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ।
➢ ক্লোরোফর্ম এর রাসায়নিক নাম কি ?
উঃ- ট্রাইক্লোরো মিথেন।
➢ লাফিং গ্যাসের সংকেত কি ?
উঃ- N2O.
➢ ওয়াটার গ্যাসের রাসায়নিক নাম হলো —
উঃ- সোডিয়াম সিলিকেট।
পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি যৌগের রাসায়নিক নাম ও সংকেতের তালিকাটি পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন। এই তথ্যগুলি বিভিন্ন competitive Exam -এর জন্য গুরুত্বপূর্ণ।
File Details: File Name: যৌগের রাসায়নিক নাম ও সংকেত.pdf
File Formet: PDF
File Size: 400kb
Number Of Pages: 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন