Breaking




বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

কয়েকটি যৌগের রাসায়নিক নাম ও সংকেত তালিকা

কয়েকটি যৌগের রাসায়নিক নাম ও সংকেত তালিকা | Chemical names and symbols of several compounds in bengali

নমস্কার বন্ধুগন আমাদের ওয়েবসাইট-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পোস্টটিতে কয়েকটি যৌগের রাসায়নিক নাম ও সংকেতের তালিকা নিচে দেওয়া রইল যেগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন WBP CONSTABLE , SI, EXCISE, RAILWAY NTPC GROUP D, KOLKATA POLICE, RRB.


যৌগের রাসায়নিক নাম ও সংকেত

যৌগ

রাসায়নিক নাম

সংকেত

গ্রিন ভিট্রিয়ল

ফেরাস সালফেট

FeSO4, 7H2O

ব্লু ভিট্রিয়ল(তুঁতে)

কপার সালফেট

CuSO4, 5H2O

হোয়াইট ভিট্রিয়ল

জিংক সালফেট

ZnSO4, 7H2O

হোয়াইট-ব্লু ভিট্রিয়ল

কিউপ্রিক সালফেট

Cu4SO4, 5H2O

অয়েল অব ভিট্রিয়ল

বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড

H2SO4

কস্টিক লোশন

সিলভার নাইট্রেট

AgNO3

ক্যান্ডি ফ্লুইড

পটাশিয়াম পারম্যাঙ্গানেট

KMnO4

নাইটার

পটাশিয়াম নাইট্রেট

KNO3

বেকিং সোডা

সোডিয়াম বাই-কার্বনেট

NaHCO3

কস্টিক সোডা

সোডিয়াম হাইড্রোক্সাইড

NaOH

ওয়াশিং সোডা

সোডিয়াম কার্বনেট

Na2CO3, 10H2O

খাদ্য লবণ

সোডিয়াম ক্লোরাইড

NaCL

গ্লুবার লবণ

সোডিয়াম সালফেট

Na2SO4, 10H2O

জিপসাম

ক্যালসিয়াম সালফেট

CaSO4, 2H2O

এপসাম

ম্যাগনেসিয়াম সালফেট

MgSO4, 7H2O

গ্যালেনা

লেড সালফাইট

PbS

ব্লিচিং পাউডার

ক্যালসিয়াম হাইপোক্লোরাইড

Ca(OCI)CI, 4H2O

ক্লোরোফর্ম

ট্রাইক্লোরো মিথেন

CHCI3

লাফিং গ্যাস

নাইট্রাস অক্সাইড

N2O

হাইপো

সোডিয়াম থায়োসালফেট

Na2S2O3, 5H2O

লাইম স্টোন

ক্যালসিয়াম কার্বনেট

CaCO3

প্লাস্টার অব প্যারিস

ক্যালসিয়াম সালফেট

2CaSO4, H2O

কুইক লাইম

ক্যালসিয়াম অক্সাইড

CaO

রেডলেড

ট্রাইপ্লাম্বিক টেট্রোক্সাইড

Pb3O4

জল

হাইড্রোজেন অক্সাইড

H2O

মিউরিয়েটিক অ্যাসিড

হাইড্রোক্লোরিক অ্যাসিড

HCI

চিলি সল্টপিটার

সোডিয়াম নাইট্রেট

NaNO3

ভিনিগার

অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ

C2H5COOH

অস্থিভস্ম

ক্যালসিয়াম ফসফেট

CaPO4

ফেনল

কার্বলিক অ্যাসিড

C6H5OH

শুষ্ক বরফ

কঠিন কার্বন-ডাই-অক্সাইড

CO2

গোবর গ্যাস

মিথেন

CH4

ওয়াটার গ্যাস

সোডিয়াম সিলিকেট

Na2SiO3

পার্ল অ্যাশ

পটাশিয়াম কার্বনেট

K2CO3

দার্শনিকের উল

জিঙ্ক অক্সাইড

ZnO

লেথার্জি

লেড মনোক্সাইড

PbO

কস্টিক পটাশ

পটাশিয়াম হাইড্রোক্সাইড

K(OH)

রসায়নের রাজা

সালফিউরিক অ্যাসিড

H2SO4

লুইস অ্যাসিড

অ্যালুমিনিয়াম ক্লোরাইড

AlCI3

মিল্ক অব ম্যাগনেশিয়াম

ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড

Mg(OH)2

ওলিয়াম

ধুমায়মান পাইরো সালফিউরিক অ্যাসিড

H2S2O2


যৌগের রাসায়নিক নাম ও সংকেত এর কিছু প্রশ্ন নিচে দেওয়া রইলো🔻

বেকিং সোডার রাসায়নিক সংকেত কি ?

উঃ- NaHCO3.

 ভিনিগার এর রাসায়নিক নাম কি ?

উঃ- অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ।

 ক্লোরোফর্ম এর রাসায়নিক নাম কি ?

উঃ- ট্রাইক্লোরো মিথেন।

 লাফিং গ্যাসের সংকেত কি ?

উঃ- N2O.

ওয়াটার গ্যাসের রাসায়নিক নাম হলো —

উঃ- সোডিয়াম সিলিকেট।

 

পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি যৌগের রাসায়নিক নাম ও সংকেতের তালিকাটি পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন। এই তথ্যগুলি বিভিন্ন competitive Exam -এর জন্য গুরুত্বপূর্ণ।

File Details:
File Name: যৌগের রাসায়নিক নাম ও সংকেত.pdf
File Formet: PDF
File Size: 400kb
Number Of Pages: 2


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন