যুদ্ধের সাল,বিজয়ী ও পরাজিতদের নাম
|
ভারতীয় ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ |
সরকারি চাকরির পরীক্ষায় বার বার আসা ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ।
নমস্কার বন্ধুগন আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পোস্টটিতে ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের তালিকা দেওয়া রইলো।
বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের তালিকাটি জেনে রাখা খুবই প্রয়োজনীয় যেমন WBP CONSTABLE , SI, SSC Exams, EXCISE, RAILWAY NTPC GROUP D, KOLKATA POLICE.
তাই সময় নষ্ট না করে ভালো করে তালিকাটি দেখে নিন।
ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধের তালিকা
সাল | যুদ্ধ | বিজয়ী | পরাজিত |
১১৯১ | তরাইনের প্রথম যুদ্ধ | পৃথ্বীরাজ | মোহম্মদ ঘোরী |
১১৯২ | তরাইনের দ্বিতীয় যুদ্ধ | মোহাম্মদ ঘোরি | পৃথ্বীরাজ |
১৫২৬ | প্রথম পানিপথের যুদ্ধ | বাবর | ইব্রাহিম লোদি |
১৫৫৬ | দ্বিতীয় পানিপথের যুদ্ধ | আকবর | মোহাম্মদ আদিল শাহ |
১৭৬১ | তৃতীয় পানিপথের যুদ্ধ | আহমেদ শাহ আবদালি | সদাশিব রাও |
১৫২৭ | খানুয়ার যুদ্ধ | বাবর | সংগ্রাম সিংহ |
১৫২৯ | ঘর্ঘরার যুদ্ধ | বাবর | মামুদ লোদি ও শের খাঁ |
১৫৩৯ | চৌসার যুদ্ধ | শের খাঁ | হুমায়ুন |
১৫৭৬ | হলদিঘাটের যুদ্ধ | আকবর | রানা প্রতাপ সিংহ |
১৭৪৪-৪৮ | কর্নাটকের প্রথম যুদ্ধ | ইংরেজ ও ফরাসি সংঘর্ষ | অমীমাংসিত |
১৭৫০-৫৪ | কর্নাটকের দ্বিতীয় যুদ্ধ | রবার্ট ক্লাইভ | ডুপ্লে |
১৭৫৬-৬৩ | কর্নাটকের তৃতীয় যুদ্ধ | আয়ারকুট | কাউন্ট লালি |
১৭৫৭ | পলাশির যুদ্ধ | রবার্ট ক্লাইভ | সিরাজউদদ্দৌলা |
১৭৬৪ | বক্সারের যুদ্ধ | ইস্ট ইন্ডিয়া কোম্পানি | মিরকাশিম |
১৭৬৫-৬৯ | প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ | হায়দার আলি | ইস্ট ইন্ডিয়া কোম্পানি |
১৭৮০-৮৪ | দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ | টিপু সুলতান | ইস্ট ইন্ডিয়া কোম্পানি |
১৭৮৯-৯২ | তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ | টিপু সুলতান | ইস্ট ইন্ডিয়া কোম্পানি |
১৭৯৯ | চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ | ইস্ট ইন্ডিয়া কোম্পানি | টিপু সুলতান |
১৭৭৫-৮২ | প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ | মারাঠা | ইস্ট ইন্ডিয়া কোম্পানি |
১৮০৩-০৫ | দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ | ইস্ট ইন্ডিয়া কোম্পানি | ভোঁসলে ও সিন্ধিয়া |
১৮১৭-১৮ | তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ | ইস্ট ইন্ডিয়া কোম্পানি | দ্বিতীয় বাজিরাও |
নিচে কয়েকটি প্রশ্ন আকারে দেওয়া রইল🔻
➢ তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল ?
উঃ- ১১৯১ সালে।
➢ হলদিঘাটের যুদ্ধ কার কার সাথে হয়েছিল ?
উঃ- আকবর ও রানা প্রতাপ সিং -এর মধ্যে।
➢ পলাশীর যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?
উঃ- সিরাজউদদ্দৌলা।
➢ হলদিঘাটের যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?
উঃ- রানা প্রতাপ সিংহ।
➢ দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে কে বিজয়ী হয়েছিলেন ?
উঃ- ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আমি আশা করছি এই পোস্টটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন
আরও পড়ুন...
➣ জেনারেল নলেজ 5 ➣ ইতিহাস জিকে 4
➣ ভূগোল সেট 4
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন