Breaking




বুধবার, ৩১ মার্চ, ২০২১

History Set 1 | History GK Questions For WBP 2021 Exam | History Mcq GK in bengali

 


"History GK Set 1" এই পোস্টটিতে History GK সম্মন্ধীয় প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে।
 এই প্রশ্নগুলি WBP Constable, Excise, SSC exams, Railway Group D, Kolkata Police, WBP Lady Constable -এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।
যদি আমাদের এই History GK for WBP 2021 পোস্টটিতে কোনো রকমের ত্রুটি থেকে থাকে তাহলে Comment করে জানান।

History Set 1

১. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে ?

উঃ-১৯২১ খ্রিস্টাব্দে। 


২. প্রাচীন প্রস্তর যুগের মানুষের সবথেকে বড় আবিষ্কার ছিল ?

উঃ- আগুন। 


৩. হরপ্পা সভ্যতার কোথায় বন্দর ছিল ?

উঃ- লোথাল। 


৪. ওয়াটার লু'র যুদ্ধ কবে হয় ?

উঃ- ১৮১৫ সালে। 


৫. রাশিয়ার পার্লামেন্টের নাম কি ?

উঃ- ডুমা। 


৬. হুইটলি কমিশন কি সংক্রান্ত ?

উঃ- শ্রমিক। 


৭. অলিন্দ যুদ্ধ কবে হয় ?

উঃ- ১৯৪৬ সালে। 


৮. সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকারের আছে

উঃ- ১৯ নং ধারা। 


৯. কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- লর্ড ডালহৌসি। 


১০. কোন শহর "বিগ অ্যাপেল" নামে পরিচিত ?

উঃ- নিউ ইয়র্ক। 


১১. "I am the state"—উক্তিটি কার ?

উঃ- লুইস-XIV। 


১২. তাহকক-ই-হিন্দ কে রচনা করেন ?

উঃ- আলবেরুনি। 


১৩. "অ্যাকাডেমিক অ্যাসোশিয়েশন" কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- ডিরোজিও। 


১৪. হাইকোর্টের বিচারকের অবসরের সময় হল-

উঃ- ৬২ বছর। 


১৫. "পরিব্রাজক" কার রচনা ?

উঃ- বিবেকানন্দ। 


১৬. সবার চলচ্চিত্র ভারতে সর্বপ্রথম কত সালে তৈরি হয় ?

উঃ- ১৯৩১ সালে। 


১৭. ভারতের কোন রাজ্যের নামের অর্থ হল "নারকেলের দেশ" ?

উঃ- কেরালা। 


১৮. অলিম্পিক বলয়ে "হলুদ" বর্ণ কোন মহাদেশের প্রতীক ?

উঃ- এশিয়া। 


১৯. বাংলা ভাষায় প্রথম গদ্য সাহিত্য কি ?

উঃ- হুতোম পেঁচার নকশা। 


২০. মালদ্বীপের পার্লামেন্টের নাম কি ?

উঃ- মজলিশ। 


২১. ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

উঃ-সি. রাজাগোপালাচারী। 


২২. "Unto This Last"-গল্পের লেখক কে ?

উঃ- জন রাসকিন। 


২৩. "Yahoo!"- এর জনক কে ?

উঃ- জেরি ইয়ং এবং ডেভিড ফিলো।


২৪. জাতীয় মানবতা অধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলন ?

উঃ- রঙ্গনাথ মিশ্র। 


২৫. "মর্লে-মিন্টো" সংস্কার কত সালে ঘোষিত হয় ?

উঃ- ১৯০৯ সালে। 


২৬. বঙ্গভঙ্গ কবে রদ হয় ?

উঃ- ১৯১১ সালে। 


২৭. ১৯৬৯ সালে প্রথম কাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ?

উঃ- দেবিকা রানি। 


২৮. ভারতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক ?

উঃ- শৌর্য ও বলিদান। 


২৯. কোন দেশ প্রথম এশিয়ান গেমস আয়োজন করেছিল ?

উঃ- ভারত। 


৩০. লোকসভা ভেঙে দিতে পারেন ?

উঃ- ভারতের রাষ্ট্রপতি।  


৩১. "বাংলার আকবর" কাকে বলা হয় ?

উঃ- হুসেন শাহ। 


৩২. দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিল ?

উঃ- ক্লাইভ। 


৩৩. "স্কুল বুক সোসাইটি" কবে স্থাপিত হয় ?

উঃ- ১৮১৭। 


৩৪. বিখ্যাত সংস্কৃত নাটক "নাগানন্দ" ও "রত্নাবলী" কার লেখা ?

উঃ- হর্ষবর্ধন। 


৩৫. আজাদ হিন্দ ফৌজ(INA) প্রতিষ্ঠিত হয় ?

উঃ- ১৯৪২ সালে। 


৩৬. বিখ্যাত সংস্কৃত সাহিত্য "কুমারসম্ভব"-এর রচয়িতা হলেন ?

উঃ- কালিদাস। 


৩৭. ভারতের বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?

উঃ- ভারতের প্রধান বিচারপতি। 


৩৮. "সতীদাহ প্রথা" রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলন ?

উঃ- উইলিয়াম বেন্টিঙ্ক। 


৩৯. ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে ?

উঃ- ১৯৪২। 


৪০. ঋকবেদে কতগুলি শ্লোক আছে

উঃ- ১০২৮। 


৪১. " বিধবা বিবাহ আইন" কবে পাস হয় ?

উঃ- ১৮৫৬। 


৪২. "India Wins Freedom"-বইটির লেখক ?

উঃ- আবুল কালাম আজাদ। 


৪৩. বিখ্যাত বাংলা নাটক "নীলদর্পণ" (১৮৬০) কাদের নিয়ে গঠিত ছিল ?

উঃ- নীলকর এবং নীলচাষী। 


৪৪. "ক্রেস্কোগ্রাফ" এর আবিষ্কর্তা কে ?

উঃ- জগদীশচন্দ্র বসু। 


৪৫.মহাত্মা গান্ধী কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল ?

উঃ- ১৯১৪। 


৪৬. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল ?

উঃ- ১৭৫৭। 


৪৭. মগধে নন্দ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উঃ- মহাপদ্ম। 


৪৮. "বুদ্ধচরিত" এর লেখক কে ?

উঃ- অশ্বঘোষ। 


৪৯. পুনা চুক্তি (১৯৩২) স্বাক্ষরিত হয়েছিল গান্ধী এবং-

উঃ- বি. আর. আম্বেদকরের মধ্যে। 


৫০. "খুদাই খিদমতগার"- কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উঃ- খান আবদুল গফফর খান। 


সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। আসা করছি এই তথ্যগুলি পরবর্তী কালে WBP Exam বা অন্য যেকোনো competitive exam -এর কাজে লাগবে এবং আপনার উপকৃত হবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন