History Set 1
১. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে ?
উঃ-১৯২১ খ্রিস্টাব্দে।
২. প্রাচীন প্রস্তর যুগের মানুষের সবথেকে বড় আবিষ্কার ছিল ?
উঃ- আগুন।
৩. হরপ্পা সভ্যতার কোথায় বন্দর ছিল ?
উঃ- লোথাল।
৪. ওয়াটার লু'র যুদ্ধ কবে হয় ?
উঃ- ১৮১৫ সালে।
৫. রাশিয়ার পার্লামেন্টের নাম কি ?
উঃ- ডুমা।
৬. হুইটলি কমিশন কি সংক্রান্ত ?
উঃ- শ্রমিক।
৭. অলিন্দ যুদ্ধ কবে হয় ?
উঃ- ১৯৪৬ সালে।
৮. সংবিধানের কোন ধারায় স্বাধীনতার অধিকারের আছে
উঃ- ১৯ নং ধারা।
৯. কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ?
উঃ- লর্ড ডালহৌসি।
১০. কোন শহর "বিগ অ্যাপেল" নামে পরিচিত ?
উঃ- নিউ ইয়র্ক।
১১. "I am the state"—উক্তিটি কার ?
উঃ- লুইস-XIV।
১২. তাহকক-ই-হিন্দ কে রচনা করেন ?
উঃ- আলবেরুনি।
১৩. "অ্যাকাডেমিক অ্যাসোশিয়েশন" কে প্রতিষ্ঠা করেন ?
উঃ- ডিরোজিও।
১৪. হাইকোর্টের বিচারকের অবসরের সময় হল-
উঃ- ৬২ বছর।
১৫. "পরিব্রাজক" কার রচনা ?
উঃ- বিবেকানন্দ।
১৬. সবার চলচ্চিত্র ভারতে সর্বপ্রথম কত সালে তৈরি হয় ?
উঃ- ১৯৩১ সালে।
১৭. ভারতের কোন রাজ্যের নামের অর্থ হল "নারকেলের দেশ" ?
উঃ- কেরালা।
১৮. অলিম্পিক বলয়ে "হলুদ" বর্ণ কোন মহাদেশের প্রতীক ?
উঃ- এশিয়া।
১৯. বাংলা ভাষায় প্রথম গদ্য সাহিত্য কি ?
উঃ- হুতোম পেঁচার নকশা।
২০. মালদ্বীপের পার্লামেন্টের নাম কি ?
উঃ- মজলিশ।
২১. ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?
উঃ-সি. রাজাগোপালাচারী।
২২. "Unto This Last"-গল্পের লেখক কে ?
উঃ- জন রাসকিন।
২৩. "Yahoo!"- এর জনক কে ?
উঃ- জেরি ইয়ং এবং ডেভিড ফিলো।
২৪. জাতীয় মানবতা অধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলন ?
উঃ- রঙ্গনাথ মিশ্র।
২৫. "মর্লে-মিন্টো" সংস্কার কত সালে ঘোষিত হয় ?
উঃ- ১৯০৯ সালে।
২৬. বঙ্গভঙ্গ কবে রদ হয় ?
উঃ- ১৯১১ সালে।
২৭. ১৯৬৯ সালে প্রথম কাকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ?
উঃ- দেবিকা রানি।
২৮. ভারতীয় পতাকার গেরুয়া রং কিসের প্রতীক ?
উঃ- শৌর্য ও বলিদান।
২৯. কোন দেশ প্রথম এশিয়ান গেমস আয়োজন করেছিল ?
উঃ- ভারত।
৩০. লোকসভা ভেঙে দিতে পারেন ?
উঃ- ভারতের রাষ্ট্রপতি।
৩১. "বাংলার আকবর" কাকে বলা হয় ?
উঃ- হুসেন শাহ।
৩২. দ্বৈত শাসনের প্রবর্তক কে ছিল ?
উঃ- ক্লাইভ।
৩৩. "স্কুল বুক সোসাইটি" কবে স্থাপিত হয় ?
উঃ- ১৮১৭।
৩৪. বিখ্যাত সংস্কৃত নাটক "নাগানন্দ" ও "রত্নাবলী" কার লেখা ?
উঃ- হর্ষবর্ধন।
৩৫. আজাদ হিন্দ ফৌজ(INA) প্রতিষ্ঠিত হয় ?
উঃ- ১৯৪২ সালে।
৩৬. বিখ্যাত সংস্কৃত সাহিত্য "কুমারসম্ভব"-এর রচয়িতা হলেন ?
উঃ- কালিদাস।
৩৭. ভারতের বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান ?
উঃ- ভারতের প্রধান বিচারপতি।
৩৮. "সতীদাহ প্রথা" রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলন ?
উঃ- উইলিয়াম বেন্টিঙ্ক।
৩৯. ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে ?
উঃ- ১৯৪২।
৪০. ঋকবেদে কতগুলি শ্লোক আছে
উঃ- ১০২৮।
৪১. " বিধবা বিবাহ আইন" কবে পাস হয় ?
উঃ- ১৮৫৬।
৪২. "India Wins Freedom"-বইটির লেখক ?
উঃ- আবুল কালাম আজাদ।
৪৩. বিখ্যাত বাংলা নাটক "নীলদর্পণ" (১৮৬০) কাদের নিয়ে গঠিত ছিল ?
উঃ- নীলকর এবং নীলচাষী।
৪৪. "ক্রেস্কোগ্রাফ" এর আবিষ্কর্তা কে ?
উঃ- জগদীশচন্দ্র বসু।
৪৫.মহাত্মা গান্ধী কত সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিল ?
উঃ- ১৯১৪।
৪৬. পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল ?
উঃ- ১৭৫৭।
৪৭. মগধে নন্দ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ- মহাপদ্ম।
৪৮. "বুদ্ধচরিত" এর লেখক কে ?
উঃ- অশ্বঘোষ।
৪৯. পুনা চুক্তি (১৯৩২) স্বাক্ষরিত হয়েছিল গান্ধী এবং-
উঃ- বি. আর. আম্বেদকরের মধ্যে।
৫০. "খুদাই খিদমতগার"- কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উঃ- খান আবদুল গফফর খান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন