Breaking




রবিবার, ২১ মার্চ, ২০২১

GK Prosno- সাধারণ জ্ঞান Set-1 | Bengali Gk PDF For Compitetave Exam | Bong Teach

General Knowledge Prosno- সাধারণ জ্ঞান Set-1 | Bengali Gk PDF For Compitetave Exam

GK- সাধারণ জ্ঞান Set-1 | Bengali Gk PDF For Compitetave Exam | Bong Teach | GK Prosno | gk প্রশ্ন


নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পোস্টটিতে ৫০টি খুবই গুরুত্বপূর্ণ GK question দেওয়া রইল, যেগুলি WBP CONSTABLE, RAILWAY NTPC GROUP D, SI, EXCISE, WBCS, WBP ABGARI POLICE CONSTABLE, SSC, KOLKATA POLICE, RRB NTPC ইত্যাদি সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে।
তাই আপনার যদি সহকারী চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাহলে সময় নষ্ট না করে ৫০টি General Knowledge -এর প্রশ্নগুলি ভালো করে পড়ে নিন।

⁌ General Knowledge Set-2 ⁍

১। জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর ?

উঃ‌‌-তামা, দস্তা, নিকেল (তামা ৫০% , দস্তা ৩০ % ও নিকেল ২০% ।


২। ভারতের নাগরিকদের মৌলিক অধিকার এর সংখ্যা কয়টি?

উঃ- ৬টি।


৩। হ্যারি পটার বইটি কার লেখা ?

উঃ- জে. কে. রাউলিং


৪। রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে ?

উঃ- ৩০ বছর।


৫।  তানপুরায় কটি তার থাকে?

উঃ - ৪ টি।


৬। সড়ক যোগাযোগ ব্যবস্থায় বিশ্বে ভারতের স্থান কততম?

উঃ- তৃতীয়।


৭। কোন খেলায় "ইন্দিরাগান্ধি গোল্ড কাপ" পুরস্কার দেওয়া হয়?

উঃ- মহিলা হকি।


৮। "সারে জাহা সে আচ্ছা" এই গানটি কে রচনা করেন?

উঃ- মোহাম্মদ ইকবাল।


৯। বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়?

উঃ- ২৪ মার্চ।


১০। কোন গ্রহের মহাকর্ষ শক্তি সব থেকে বেশি?

উঃ- বৃহস্পতি।


১১। তুলা চাষের জন্য কি রকম মাটি দরকার?

উঃ- রগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা।


১২। পৃথিবীর বিখ্যাত বার্বি ডলের সষ্ট্রা কে?

উঃ - রুথ হ্যান্ডলার


১৩। প্রথম কোন বিদেশী ভারতরত্ন পুরস্কার পান?

উঃ- খান আবদুল গফফর খান


১৪। "টি" শব্দটি কোন খেলার সাথে যুক্ত

উঃ- গল্ফ

অজন্তা গুহা কোথায় অবস্থিত

১৫। পৃথিবী বিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত?

উঃ- মহারাষ্ট্রের


১৬। "চারমিনার" কোথায় অবস্থিত?

উঃ- হায়দ্রাবাদে


১৭। ভারতীয় সিনেমাতে 'ট্রাজেডি কিং' কাকে বলা হয়

উঃ- দিলীপ কুমার


১৮। প্রথম কোন মহিলা স্পেস এ যান?

উঃ-  ভ্যালেন্তিনা তেরেসকোভা


১৯। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কি?

উঃ- সান্দাকফুু (৩৬৩৬ কি.মি)


২০। পৃথিবীর সবথেকে ছোট দেশ কি?

উঃ- ভ্যাটিকান সিটি (প্রায় ৮০০জন ও মাত্র 0.44 km²)


২১। বাউল কোন রাজ্যের লক রূপ?

উঃ- বাংলা।


২২। বিহু কোন রাজ্যের লোকনৃত্য?

উঃ- আসাম।


২৩। 'পো' নদীটি কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?

উঃ- ইতালি


২৪। শচীন তেন্ডুলকর ছাড়া ২০১৪ সালে আর কাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল ?

উঃ- সি. এন. আর. রাও


২৫। কমল হাসান কোন ক্ষেত্রে যুক্ত ?

উঃ- চলচ্চিত্র। 


২৬। প্রথম কে মারা যাবার পর ভারতরত্ন পান ?

উঃ- লালা বাহাদুর শাস্ত্রী


২৭। হকি বিশ্বকাপ কোন দেশে প্রথম অনুষ্ঠিত হয় ?

উঃ- স্পেন (বার্সেলোনা)


২৮। 'ন্যাশনাল পুলিশ একাডেমি ' কোথায় অবস্থিত  ?

উঃ- হায়দ্রাবাদ


২৯। 'ওয়াটার পোলো' টিমে কতজন খেলোয়াড় থাকে ?

উঃ- ৭ জন


৩০। ফুটবল খেলার ব্ল্যাক পার্ল (কালো মুক্তো) কাকে বলা হয় ?

উঃ- পেলে -কে।


৩১। পরশুরাম কার ছদ্মনাম ?

উঃ- রাজশেখর বসু


৩২। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি?

উঃ- ইরাক


৩৩। গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ?

উঃ- কানপুর


৩৪। 'Unhappy India' বইটি কার লেখা ?

উঃ- লালা লাজপত রায়


৩৫। ছন্দের জাদুকর কাকে বলা হয় ?

উঃ- সত্যেন্দ্রনাথ দত্ত


৩৬। 'EPIC' -এর সম্পূর্ণ নাম কি ?

উঃ- Electoral Photo Identity Card.


৩৭। শেয়ারবাজারকে নিয়ন্ত্রণ করে ?

উঃ- SEBI.


৩৪। দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন?

উঃ- এম. এ. জিন্নাহ


৩৯। 'ভারতীয় সেনা একাডেমি' কোথায় অবস্থিত ?

উঃ- দেরাদুন


৪০। 'Long Walk to Freedom' বইটির লেখক কে ?

উঃ- নেলসন ম্যান্ডেলা


৪১। 'War And Peace' কে রচনা করেছিলেন ?

উঃ- লিও টলস্টয়। 


৪২। 'ডলফিন নোজ' কাকে বলা হয়?

উঃ- বিশাখাপত্তনম


৪৩। ম্যারাথন দৌড় কত দূরত্বের হয় ?

উঃ- ৪২.১৯৫ কিমি


৪৪। 'গীতগোবিন্দ কে রচনা করেছিলেন ?

উঃ- জয়দেব


৪৫। 'মানুষ হলো রাজনৈতিক পশু' কে বলেছিলেন?

উঃ- অ্যারিস্টটল


৪৬। 'The Prince' বইটি কে লিখেছিলেন?

উঃ- ম্যাকিয়াভেলি


৪৭। মাদার টেরেজা কত সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান?

উঃ- ১৯৭৯ সালে


৪৮। 'বুল ফাইটিং' কোন দেশের জাতীয় খেলা?

উঃ- স্পেন


৪৯।  কোন খেলার প্রতীক শ্রী হনুমান?

উঃ- কুস্তি


৫০। ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি ?

উঃ- বেঙ্গল গেজেট


পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা General Knowledge -এর  প্রশ্নগুলো পড়ে অনেক উপকৃত হয়েছেন। নিচে PDF Download এর লিঙ্কটি দেওয়া রইলো।


File Details:
File Name: GK Set1 Set 3.Pdf
Number Of Pages: 2

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন