General Knowledge Prosno- সাধারণ জ্ঞান Set-1 | Bengali Gk PDF For Compitetave Exam
⁌ General Knowledge Set-2 ⁍
১। জার্মান সিলভার কোন কোন ধাতুর সংকর ?উঃ-তামা, দস্তা, নিকেল (তামা ৫০% , দস্তা ৩০ % ও নিকেল ২০% ।
২। ভারতের নাগরিকদের মৌলিক অধিকার এর সংখ্যা কয়টি?
উঃ- ৬টি।
৩। হ্যারি পটার বইটি কার লেখা ?
উঃ- জে. কে. রাউলিং।
৪। রাজ্যসভার সদস্য হতে গেলে প্রার্থীর বয়স কমপক্ষে কত হতে হবে ?
উঃ- ৩০ বছর।
৫। তানপুরায় কটি তার থাকে?
উঃ - ৪ টি।
৬। সড়ক যোগাযোগ ব্যবস্থায় বিশ্বে ভারতের স্থান কততম?
উঃ- তৃতীয়।
৭। কোন খেলায় "ইন্দিরাগান্ধি গোল্ড কাপ" পুরস্কার দেওয়া হয়?
উঃ- মহিলা হকি।
৮। "সারে জাহা সে আচ্ছা" এই গানটি কে রচনা করেন?
উঃ- মোহাম্মদ ইকবাল।
৯। বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয়?
উঃ- ২৪ মার্চ।
১০। কোন গ্রহের মহাকর্ষ শক্তি সব থেকে বেশি?
উঃ- বৃহস্পতি।
১১। তুলা চাষের জন্য কি রকম মাটি দরকার?
উঃ- রগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা।
১২। পৃথিবীর বিখ্যাত বার্বি ডলের সষ্ট্রা কে?
উঃ - রুথ হ্যান্ডলার
১৩। প্রথম কোন বিদেশী ভারতরত্ন পুরস্কার পান?
উঃ- খান আবদুল গফফর খান
১৪। "টি" শব্দটি কোন খেলার সাথে যুক্ত
উঃ- গল্ফ
অজন্তা গুহা কোথায় অবস্থিত
১৫। পৃথিবী বিখ্যাত অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত?
উঃ- মহারাষ্ট্রের
১৬। "চারমিনার" কোথায় অবস্থিত?
উঃ- হায়দ্রাবাদে
১৭। ভারতীয় সিনেমাতে 'ট্রাজেডি কিং' কাকে বলা হয়
উঃ- দিলীপ কুমার
১৮। প্রথম কোন মহিলা স্পেস এ যান?
উঃ- ভ্যালেন্তিনা তেরেসকোভা
১৯। পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কি?
উঃ- সান্দাকফুু (৩৬৩৬ কি.মি)
২০। পৃথিবীর সবথেকে ছোট দেশ কি?
উঃ- ভ্যাটিকান সিটি (প্রায় ৮০০জন ও মাত্র 0.44 km²)
২১। বাউল কোন রাজ্যের লক রূপ?
উঃ- বাংলা।
২২। বিহু কোন রাজ্যের লোকনৃত্য?
উঃ- আসাম।
২৩। 'পো' নদীটি কোন দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ?
উঃ- ইতালি।
২৪। শচীন তেন্ডুলকর ছাড়া ২০১৪ সালে আর কাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল ?
উঃ- সি. এন. আর. রাও।
২৫। কমল হাসান কোন ক্ষেত্রে যুক্ত ?
উঃ- চলচ্চিত্র।
২৬। প্রথম কে মারা যাবার পর ভারতরত্ন পান ?
উঃ- লালা বাহাদুর শাস্ত্রী।
২৭। হকি বিশ্বকাপ কোন দেশে প্রথম অনুষ্ঠিত হয় ?
উঃ- স্পেন (বার্সেলোনা)।
২৮। 'ন্যাশনাল পুলিশ একাডেমি ' কোথায় অবস্থিত ?
উঃ- হায়দ্রাবাদ।
২৯। 'ওয়াটার পোলো' টিমে কতজন খেলোয়াড় থাকে ?
উঃ- ৭ জন।
৩০। ফুটবল খেলার ব্ল্যাক পার্ল (কালো মুক্তো) কাকে বলা হয় ?
উঃ- পেলে -কে।
৩১। পরশুরাম কার ছদ্মনাম ?
উঃ- রাজশেখর বসু।
৩২। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি?
উঃ- ইরাক।
৩৩। গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উঃ- কানপুর।
৩৪। 'Unhappy India' বইটি কার লেখা ?
উঃ- লালা লাজপত রায়।
৩৫। ছন্দের জাদুকর কাকে বলা হয় ?
উঃ- সত্যেন্দ্রনাথ দত্ত।
৩৬। 'EPIC' -এর সম্পূর্ণ নাম কি ?
উঃ- Electoral Photo Identity Card.
৩৭। শেয়ারবাজারকে নিয়ন্ত্রণ করে ?
উঃ- SEBI.
৩৪। দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন?
উঃ- এম. এ. জিন্নাহ।
৩৯। 'ভারতীয় সেনা একাডেমি' কোথায় অবস্থিত ?
উঃ- দেরাদুন।
৪০। 'Long Walk to Freedom' বইটির লেখক কে ?
উঃ- নেলসন ম্যান্ডেলা।
৪১। 'War And Peace' কে রচনা করেছিলেন ?
উঃ- লিও টলস্টয়।
৪২। 'ডলফিন নোজ' কাকে বলা হয়?
উঃ- বিশাখাপত্তনম।
৪৩। ম্যারাথন দৌড় কত দূরত্বের হয় ?
উঃ- ৪২.১৯৫ কিমি।
৪৪। 'গীতগোবিন্দ কে রচনা করেছিলেন ?
উঃ- জয়দেব।
৪৫। 'মানুষ হলো রাজনৈতিক পশু' কে বলেছিলেন?
উঃ- অ্যারিস্টটল।
৪৬। 'The Prince' বইটি কে লিখেছিলেন?
উঃ- ম্যাকিয়াভেলি।
৪৭। মাদার টেরেজা কত সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পান?
উঃ- ১৯৭৯ সালে।
৪৮। 'বুল ফাইটিং' কোন দেশের জাতীয় খেলা?
উঃ- স্পেন।
৪৯। কোন খেলার প্রতীক শ্রী হনুমান?
উঃ- কুস্তি।
৫০। ইংরেজি ভাষায় ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি ?
উঃ- বেঙ্গল গেজেট।
পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা General Knowledge -এর প্রশ্নগুলো পড়ে অনেক উপকৃত হয়েছেন। নিচে PDF Download এর লিঙ্কটি দেওয়া রইলো।
File Details:
File Name: GK Set1 Set 3.Pdf
Number Of Pages: 2
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন