Breaking




মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

Geography - Set 1 In Bengali || WBP Constable, SSC, Railway Group D, Kolkata Police.

 Geography Competitive Exam's Questions set 1

Geography Competitive Exam's Questions set 1


নমস্কার বন্ধুগণ,

এই পোস্টটিতে খুবই গুরুত্বপূর্ণ ভূগোলের ৪০টি প্রশ্ন রয়েছে। যেগুলি বিভিন্ন ধরনের competitive exams – WBP Constable, Excise, SI, WBCS, Railway Group D, SSC Exams( SSC CGL, SSC GD), PSC, Kolkata Police - এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তাই সময় নষ্ট না করে Geography -র ৪০টি প্রশ্ন ভালো করে পড়ে মুখস্ত করে নিন।


Geography Set 1

১. সুন্দরবন হল _______ অরণ্য.

উঃ- ম্যানগ্রোভ।


২. পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?

উঃ- প্রশান্ত মহাসাগর।


৩. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কি?

উঃ-  বুধ।


৪. সৌরজগতের কোন গ্রহ লাল গ্রহ নামে পরিচিত?

উঃ-  মঙ্গল।


৫. হিমালয় কোন প্রকারের পর্বত?

উঃ- ভঙ্গিল পর্বত।


৬. কোন ভারতীয় প্রথম মহাকাশে গিয়েছিলেন?

উঃ-  রাকেশ শর্মা।


৭.  বায়ুমন্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়?

উঃ-  নাইট্রোজেন।


৮. অস্ট্রিয়ার রাজধানীর নাম কি

উঃ- ভিয়েনা।


৯. গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য?

উঃ- পাঞ্জাব।


১০. কুচিপুড়ি নৃত্যনাট্যটি কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত?

উঃ-  অন্ধ্রপ্রদেশ।


১১. পরিবেশ দিবস হিসেবে কোন দিনটি পালিত হয়?

উঃ-  5 জুন।


১২. ভারতের কোন শহরকে গোলাপি নগর বলা হয়?

উঃ-  জয়পুর।


১৩. ভারতের দীর্ঘতম হিমবাহ কি?

উঃ-  সিয়াচেন।


১৪. অজন্তা গুহা কোথায় অবস্থিত ?

উঃ- মহারাষ্ট্র।


১৫. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু দেখা যায়?

উঃ- ক্রান্তীয় মৌসুমী।


১৬. ওজোন স্তরের ক্ষয়ের জন্য কোন গ্যাস দায়ী?

উঃ- ক্লোরোফ্লোরো কার্বন (CFC)।


১৭. কার শাসনকালে প্রথম মারাঠা যুদ্ধ ঘটে?

উঃ- ওয়ারেন হেস্টিংস।


১৮. শ্বেত বিপ্লব কিসের সাথে জড়িত?

উঃ- দুধে উৎপাদন


১৯. ‘ সবুজ বিপ্লব ‘ কথাটি সর্বপ্রথম ব্যবহার কে করেন?

উঃ- William S.Gaud (1968)।


২০. সবথেকে গরম গ্রহ হল-

উঃ- শুক্র


২১. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি ?

উঃ- গোদাবরী


২২. পৃথিবী কত ডিগ্রি কোণে হেলে আছে ?

উঃ- ৬৬.৫ ডিগ্রি (সাড়ে ৬৬°)


২৩. কোন শিল্পকে ' শিল্প দানব' বলা হয় ?

উঃ- পেট্রো – রসায়ন শিল্পকে ।


২৪. 'রেগুর' কাকে বলা হয় ?

উঃ- কৃষ্ণ মৃত্তিকাকে


২৫. চা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে ?

উঃ-  প্রথম।


২৬. গম উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে ?

উঃ- দ্বিতীয় তম


২৭. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?

উঃ- ৭৬ বছর।


২৮. উৎপত্তি অনুসারে শিলা কে কয় ভাগে ভাগ করা যায় ?

উঃ- ৩ ভাগে


২৯. "প্রশান্ত মহাসাগর দ্বার" কাকে বলা হয় ?

উঃ- পানামা খাল


৩০. পৃথিবীর সবথেকে বড় জলপ্রপাতটি কোথায় অবস্থিত ?

উঃ- ভেনেজুয়েলাতে


৩১. ভারতের কোন কোন রাজ্য পেট্রোলিয়াম এর মূল কেন্দ্র ?

উঃ- গুজরাট এবং মহারাষ্ট্র


৩২. খনিজ তেল ভারতের কোথায় প্রথম আবিষ্কৃত হয়েছিল ?

উঃ- ডিগবয়


৩৩. ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ?

উঃ- সিয়াচেন


৩৪. পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কোনটি ?

উঃ- গডউইন অস্টিন


৩৫. সান্দাকাফু শৃঙ্গের উচ্চতা কত ? 

উঃ- ৩,৬৩৬


৩৬. ভারতের একটি রবি ফসলের নাম হল-

উঃ- গম


৩৭. কফি উৎপাদনে পৃথিবীতে ভারতের স্থান কত ?

উঃ- সপ্তম


৩৮. আখ উৎপাদনে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে ?

উঃ- ব্রাজিল


৩৯. কোন শস্য চাষে প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন হয় ?

উঃ- পাট


৪০. সাহারা মরুভূমি কোথায় অবস্থিত ?

উঃ- উত্তর আফ্রিকা


সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভূগোলের ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে আপনার অনেক উপকৃত হয়েছেন।


আরো পড়ুন 🔻

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন